'আমি নিয়মিত তোমাদের খেলা দেখি', নারীদিবসে ভারতের মহিলা ক্রিকেট টিমকে শুভেচ্ছা মমতার

 

  • আন্তর্জাতিক নারীদিবসে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মমতা  
  • শুভেচ্ছা বার্তায় স্বাভাবিকভাবেই খুশী টি-২০ ওয়ার্ল্ডকাপের ভক্তরা 
  • রবিবার নারীদিবসে সারা দেশ জুড়েই পালন হচ্ছে বিশেষ কর্মসূচী 
  •  সম-অধিকারে, ১৯১১ সালে প্রথম আন্তর্জাতিক নারীদিবস পালিত হয় 

Ritam Talukder | Published : Mar 8, 2020 6:35 AM IST / Updated: Mar 08 2020, 01:09 PM IST


আন্তর্জাতিক নারীদিবসে টুইট করে টি-২০ ওয়ার্ল্ডকাপের জন্য় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুভেচ্ছা বার্তায় অংসখ্য় মানুষ রি-টুইট করছেন। নারীদিবসে রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর এমন শুভেচ্ছা বার্তায় স্বাভাবিকভাবেই খুশী টি-২০ ওয়ার্ল্ডকাপের ভক্তরা।

 

 

আরও পড়ুন, হকারদের মারামারির জের, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের

সূত্রের খবর, টি-২০ ওয়ার্ল্ডকাপের জন্য় টিম ইন্ডিয়াকে টুইটারে জানালেন শুভেচ্ছা বার্তা রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আজ ফাইন্য়াল ম্য়াচ। তিনি আরও জানিয়েছেন তিনি নিয়মিত তাদের খেলা দেখেন। টুর্নামেন্টের প্রথমদিন থেকেই তিনি, বিসিসিআই উওম্য়ানদের-র খেলা দেখে আসছেন। ভারত গর্বিত তাদের জন্য়। উল্লেখ্য়, আন্তর্জাতিক নারী দিবসে ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ। 

আরও পড়ুন, হকারদের মারামারির জের, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের


রবিবার নারীদিবসে সারা দেশ জুড়েই পালন হচ্ছে বিশেষ কর্মসূচী। প্রসঙ্গত উল্লেখ্য়, ১৯১০ সালে ডেনমার্কে ক্লারা জেটকিনের নেতৃত্বে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক নারী সম্মেলনে আন্তর্জাতিক নারীদিবস উদ্‌যাপনের প্রস্তাব গৃহীত হয়। তাতে ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন।  সিদ্ধান্ত হয়েছিল  নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। এরপর ১৯১১ সালে প্রথম আন্তর্জাতিক নারীদিবস পালিত হয়।

আরও পড়ুন, 'অযথা আতঙ্কিত হবেন না', মায়াপুরে দোল উৎসবে মাতলেন চিনা পর্যটকরাও

Share this article
click me!