প্রেমিকাকে চিরবিদায় জানিয়ে আত্মঘাতী যুবক, তদন্তে নিউটাউন থানার পুলিশ

Published : Mar 07, 2020, 06:27 PM ISTUpdated : Mar 07, 2020, 06:28 PM IST
প্রেমিকাকে চিরবিদায় জানিয়ে আত্মঘাতী যুবক, তদন্তে  নিউটাউন থানার পুলিশ

সংক্ষিপ্ত

প্রেমিকাকে চিরবিদায় জানিয়ে আত্মঘাতী হল যুবক  এই ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ  নিউটাউনের হোটেলে এসে আত্মঘাতী, চুচুড়ার যুবক  আত্মহত্যার পিছনে কি কারণ খতিয়ে দেখছে পুলিশ 

নিউটাউনে, হোটেল ভাড়া করে গার্ল ফ্রেন্ড ও পরিবারকে মেসেজ করে আত্মহত্যা এক প্রাইভেট কম্পানির কর্মীর। বছর চব্বিশের ওই যুবকের নাম চিরন্তন মিত্র। বাড়ি হুগলির চুচুড়ায়। এই ঘটনায় ইতিমধ্য়েই তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ।

আরও পড়ুন, পুজোর আগেই চলতে পারে দক্ষিণেশ্বর মেট্রো, এপ্রিলেই শুরু ট্রায়াল রান

পুলিশ সূত্রে খবর, গত পাঁচ তারিখ নিউটাউন আহিরোনি মার্কেটের পাশে একটি হোটেলে আসে সন্ধ্যে বেলায়। হোটেলের তিন তলায় একটি রুম ভাড়া নেয়। তার পর থেকে ওই যুবক হোটেলের বাইরে বেরোয়নি ও কোনো খাবার এর অর্ডার ও করেনি ।এর পর পরিবারের লোক ও গার্লফ্রেন্ড খোঁজাখুঁজি করে ওই হোটেলের ঠিকানা পায়। শনিবার দুপুরে ওই হোটেলে এসে দরজা ধাক্কালে না খুললে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ধেয়ে আসছে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

পুলিশি সূত্রের খবর, চিরন্তনের মোবাইল ঘেঁটে দেখা যায়, সে পরিবারকে ও গার্লফ্রেন্ডকে আত্মহত্যা করেছে বলে মেসেজ করে জানিয়েছে।এছাড়া আরও জানতে পারা যায়, এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে। তবে তার এই আত্মহত্যার পিছনে কি কারণ খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।

আরও পড়ুন, 'চুমু খেতে মানা', করোনা সচেতনতায় নির্দেশিকা কলকাতা মেট্রোর


 

PREV
click me!

Recommended Stories

BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন
LIVE NEWS UPDATE: পাকিস্তানে কি গণতন্ত্র মিথ্যে? ইমরান জেলে, মুনিরের সুরক্ষা-UN-এ ফাঁস ভারতের