করোনার কোপে বন্ধ হয়ে গেল কলকাতার আরও একটি হাসপাতাল৷ জানা গিয়েছে, চিৎপুরের মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের এক নার্স এবং স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ। তাই ওই হাসপাতালে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন, স্ক্রিন ছুঁয়েই প্রিয় জনের অনুভূতি, করোনা রুখতে শহরের হাসপাতালে চালু 'ভারচুয়াল ভিজিটিং আওয়ার্স'
হাসপাতাল সূত্রে খবর, সেখানকার এক নার্স এবং স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনার কিছু উপসর্গ দেখা দিয়েছিল৷ তাঁদের লালারস নমুনার পরীক্ষার জন্য হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই দ্রুত তাঁদের রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়৷ ৷ জানা গিয়েছে, হাসপাতালের আরও ১৫জন নার্স, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ওই দুই আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন৷ তাঁদেরকে ওই হাসপাতালেই কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই মুহূর্তে হাসপাতালে চার থেকে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন৷ তবে নতুন করে আর কোনও রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে চিৎপুর মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতাল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন,চিন থেকে সোজা কলকাতা বিমানবন্দরে, ১০ টন করোনা-চিকিৎসার সামগ্রী নিয়ে শহরে নামল উড়ান
উল্লেখ্য়, এর আগে ভিআইপি রোডের চার্ণক হাসপাতালও করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখতে হয়েছিল৷ অপরদিকে, পূর্ব মেদিনীপুরের একটি নার্সিংহোমও সিল করে দেওয়া হয়েছে৷ সেখানকার এক রোগীর করোনা আক্রান্ত হওয়ায় নার্সিং হোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷
বাবুলের কথা এবার চিকিৎসক সংগঠনের মুখে,করোনায় মৃত্যু স্বাস্থ্য়কর্তার -স্বীকার করুক রাজ্য
১৮ থেকে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে ২০, করোনায় আক্রান্ত ৪৬১
করোনা উপসর্গ সহ হাসপাতালে ভর্তি সল্টলেকের আরও ১, আতঙ্কে এলাকার সমস্ত গলি বন্ধ করল বাসিন্দারা
মল্লিক বাজারের নিউরো হাসপাতালে করোনা পজিটিভ ২ শীর্ষ কর্তা, সংক্রমণের আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা
এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার