বেহালায় বাড়ির থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুন আতঙ্কে গোটা এলাকা

Published : Nov 30, 2020, 06:03 PM ISTUpdated : Nov 30, 2020, 06:06 PM IST
বেহালায় বাড়ির থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুন আতঙ্কে গোটা এলাকা

সংক্ষিপ্ত

বাড়িতে আগুন লেগে এলাকায় আতঙ্ক বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায় আগুন লাগার কারন নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতা একটি বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বাড়ি থেকে গলগল ককে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। বাড়ির ভিতর আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।

আরও পড়ুন-পুরুলিয়ার শুখা মাটিতে পদ্মের ছায়া, একুশের আগেই দেওয়াল লিখল শুরু করল বিজেপি

আগুন লাগার ঘটনাটি ঘটে বেহালার রায় বাহাদুর রোডে। জানাগেছে, সোমবার সকালে এলাকার পাইকপাড়া রোডে একটি বাড়ি থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির ভিতর থেকে গলগল করে আগু বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও ৬ ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় বলে জানা গিয়েছে। দমকলের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন-শিবপুরে ফিল্মি কায়দায় শ্যুট আউট, পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুই সমাজবিরোধী

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির একটি ঘরে বৈদ্যুতিন সরঞ্জামের একটি গুদাম ছিল। এদিন সকালে ওই বাড়ির মালিক পুজো করে ওই ঘরে ধূর জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে সেই তাঁকে স্থানীয়রা ফোন করে জানান যে, তাঁর বাড়িতে আগুন লেগেছে। ওই ধূপ থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান করেছে দমকল। 
  
 

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI