- একুশের আগেই দেওয়াল লিখন শুরু
- জোরকদমে প্রচার শুরু করছে বিজেপি
- নবান্নে দখলের লড়াই মরিয়া গেরুয়া শিবির
- পুরুলিয়া বিজেপিতে কেমন তৎপরতা
একুশের নবান্ন দখলের লড়াই। তার আগে ভাগেই জোরকদমে প্রচার শুরু করেছে বাম-ডান সবপক্ষই। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে জেলায় জেলায় জোর প্রচার কর্মসূচি নিয়ে গেরুয়া শিবির। বিহার বিধানসভা ভোট অনেকটাই আত্মবিশ্বাসী জুগিয়েছে তাঁদের। তাই বাংলা দখল করতে আগে ভাগেই নানান পদক্ষেপ করছে বিজেপি। এক নাগাড়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ তীব্র হচ্ছে। শাসক-বিরোধী চলছে কাদা ছোঁড়াছুঁড়ির তরজা। এই অবস্থায় জঙ্গলমহল পুরুলিয়াতে প্রচারের গতি বাড়াতে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি শিবির।
আরও পড়ুন-খোল বাজালেন 'জনসেবক' শুভেন্দু, নিজের কেন্দ্র নন্দীগ্রামে সূচনা করলেন রাশ উৎসবের
পুরুলিয়ার প্রান্তিক এলাকা গুলিতে ইতিমধ্যেই দেওয়াল দখল নেওয়া শুরু হয়েছে। বাগমুণ্ডি বিধানসভার ঝালদা পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। রং-তুলি নিয়ে দলের প্রতিক আঁকতে ব্যস্ত দলীয় কর্মী সমর্থকরা। নিজের হাতে রং নিয়ে পদ্মফুল আঁকলেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো। গোটা রাজ্যের সঙ্গে এই জেলাতও একুশের নির্বাচনের প্রচারে যা যা প্রয়োজন বিজেপি তা করছে বলে জানালেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক।
আরও পড়ুন-শিবপুরে ফিল্মি কায়দায় শ্যুট আউট, পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুই সমাজবিরোধী
পুরুলিয়ায় আপাতত ঝালদা পুরসভা এলাকায় দেওয়াল লিখন শুরু হয়েছে। প্রচারে গতি বাড়াতে আগামী কয়েক দিনের মধ্যে জেলা জুড়ে দেওয়াল লিখন শুরু হবে বলে জেলা বিজেপি সূ্ত্রে খবর। তাঁদের লক্ষ্য একটাই তৃণমূল সরকারের পরিবর্তন। বাংলায় বিজেপির সরকার গঠন।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 1, 2020, 12:52 PM IST