বাগবাজারের ঘা শুকোয়নি, আবার ঝুপড়িতে অগ্নিকাণ্ড নিউটাউনে

  • ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়
  • নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা
  • ঘটনার জেরে এলাকায় আতঙ্ক
  • ঝুপড়িতে আগুন লাগে বলে অনুমান

Asianet News Bangla | Published : Jan 14, 2021 3:05 PM IST / Updated: Jan 14 2021, 09:39 PM IST

বুধবার সন্ধ্যায় অগ্নিকান্ডে দিশেহারা বাগবাজারের ঝুপড়িবাসীরা। এরই মধ্যে নতুন করে আগুন আতঙ্ক শহর কলকাতায়। নিউটাউন সুলঙগুড়ি উত্তরপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড। তড়িঘড়ি বাসিন্দারা যেটুকু বাড়ির সামগ্রী পেয়েছেন তা নিয়ে ঘর ছেড়েছেন।  তবে কতগুলো বাড়ি পুড়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে দমকলে।

আরও পড়ুন-রাজ্যপালের ডাকে রাজভবনে মুখ্যসচিব, তাঁদের মধ্যে ঘণ্টাখানেক আলোচনায় কী বার্তা

ঘটনাস্থলটি ঘিঞ্জি হওয়ায় বেগ পেতে হয় দমকল বাহিনীকে। কোনক্রমে দমকলের একটি ইঞ্জিন ওই ঘিঞ্জি এলাকায় ঢুকে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি, আগুন নেভানোর জন্য নিজেরাই হাত লাগান স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের স্থল থেকে বিস্ফোরণের আওয়াজ মিলছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের জেরে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন-বাগবাজার অগ্নিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ, 'আগুন লাগানোর নেপথ্যে তৃণমূল', দাবি সায়ন্তনের

অগ্নিকাণ্ডের জেরে গ্যাস সিলিন্ডার ফেরে বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কেননা, বুধবার বাগবাজার বস্তিতে সিলিন্ডার ফেটে তীব্র আকার ধারন করেছিল আগুন। তবে, নিউটাউনে ঝুপড়িতে আগুন কীভাবে লাগল। তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন দমকল।
 

Share this article
click me!