ফের মেট্রোয় মরণ ঝাঁপ, ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা

Indrani Mukherjee |  
Published : Sep 19, 2019, 10:56 AM ISTUpdated : Sep 19, 2019, 11:04 AM IST
ফের মেট্রোয় মরণ ঝাঁপ, ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা

সংক্ষিপ্ত

ফের মেট্রোয় আত্মহত্যার ঘটনা ব্যস্ত সময়ে নাকাল নিত্যযাত্রীরা আত্মহত্যার ঘটনাটি ঘটে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল দমদম- কবি সুভাষগামী মেট্রো চলাচল

ফের আত্মহত্যার ঘটনা ঘটল মেট্রোয়। ব্যস্ত দিনে সকাল বেলা আবার আত্মহত্যার ঘটনা ঘটার ফলে ফের বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল।  যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল দমদম- কবি সুভাষগামী মেট্রো চলাচল। শেষ পাওয়া খবর অনুযায়ী দমদম থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচলের চেষ্টা করা হচ্ছে। 

সূত্রের খবর, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। 

আরও পড়ুন- দুষ্কৃতী ধরতে পুলিশের নয়া নিদান, পেট্রোলের দাম মেটাতে হবে হেলমেট হাতে নিয়ে

আরও পড়ুন- ৭ নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ

আরও পড়ুন- মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে 'চুরি', সিবিআই চাইলেন মুকুল

প্রসঙ্গত, মেট্রোয় আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। তবে দিনে দিনে মেট্রোয় আত্মহত্যার ঘটনা যেন বেড়েই চলেছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে বেলগাছিয়া স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রো লাইনে ঝাঁপ দেন এক যুবক। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার জেরে গিরিশ পার্ক থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। 

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের