'এদের জন্যই বদনাম প্রশাসন, সুরক্ষিত থাকুক মেয়েরা', ট্য়াক্সি হেনস্থা কাণ্ডে মিমি

সংক্ষিপ্ত

 

  • কলকাতায় রাতের অন্ধকারে হেনস্তার শিকার মিমি 
  •  তারপর গ্রেফতার করা হয় সেই ট্য়াক্সি চালককে 
  •  'আমার শহরের মেয়েরাও যেন সুরক্ষিত থাকে'
  • শুক্রবার আলিপুর আদালতে মুখ খোলেন মিমি

 
কলকাতার রাস্তায় রাতের অন্ধকারে  ট্যাক্সি চালকের  হেনস্তার শিকার হন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। তারপর  গাড়ি থেকে সেই ট্যাক্সি চালককে টানতে টানতে নিয়ে যান থানায়। তারপর গ্রেফতার করা হয় সেই ট্য়াক্সি চালককে। শুক্রবার আলিপুর আদালতে মুখ খোলেন মিমি।

 

Latest Videos

 

আরও পড়ুন, 'ফ্যাশনে পুরুষকে পৌঁছে দেন আন্তর্জাতিক স্তরে', ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যুতে শকড ঋতু-রাজ

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর রাতে কলকাতার রাস্তায় রাতের অন্ধকারে,  ট্যাক্সি চালকের  হেনস্তার শিকার হন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। জিম করে  ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন মিমি। সেখানে গড়িয়াহাট এলাকার কাছে এক ট্যাক্সি তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ায়। গাড়িতে বসে থাকা ট্যাক্সি চালক মিমির দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এরপরেই মিমি  সেই ট্যাক্সি চালককে থানায় নিয়ে যান। তাঁর অভিযোগের ভিত্তিতে গাড়িয়াহাট থানার পুলিশ দেব কুমার যাদব বলে ওই ব্য়াক্তিকে গ্রেফতার করে।

 

 

আরও পড়ুন, কলকাতার ভুয়ো ডেটিং সাইটে ডুব, রাত বাড়তেই নারী কন্ঠে বোল্ড একাধিক


শুক্রবার আলিপুর আদালতে মিমি বলেন, 'আমি আজ আসলাম কারণ এই লোকটিকে ছাড়া যাবে না। একে ছাড়লে এই লোকটি এরপর আবার কোনও মহিলার গায়ে হাত দিতো। এদের মতো কয়েকটা লোকের জন্য আমার শহর, আমার  প্রশাসনের নাম বদনাম হয়। আমি চাই আমার শহরের মেয়েরাও যেন সুরক্ষিত থাকে।'

Share this article
click me!

Latest Videos

SSC Scam News: এসএসসি অফিসে তালা, আগুন জ্বালিয়ে উত্তাল চাকরিহারাদের আন্দোলন! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari: ‘ছিঃ শিক্ষকদের লাথি মারছে মমতার পুলিশ’ কসবার লাঠিচার্জে মমতাকে একহাত শুভেন্দুর