কলকাতার ভুয়ো ডেটিং সাইটে ডুব, রাত বাড়তেই নারী কন্ঠে বোল্ড একাধিক
কলকাতায় বসে ডেটিং সাইট খুলে প্রতারণা। কলকাতায় অফিস খুলে বিভিন্ন মহিলা দিয়ে ফোন করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ছত্তিসগড়ের এক ব্যাক্তিকে বিভিন্ন টোপ দিয়ে ১২ লক্ষ টাকা প্রতারিত করেন এই রাজ্যের দুই ব্যাক্তি। ছত্তিসগড়ের বিশরামপুরের পুলিশ এসে গ্রেফতার করে দুইজনকে। অভিযুক্তদের নাম জীবন কৃষ্ণ সিং ও সন্ধি শঙ্কর বারিক। দুজনেই ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে চায় ছত্তিসগড়ের পুলিশ।
- FB
- TW
- Linkdin
কলকাতায় বসে ডেটিং সাইট খুলে প্রতারণা করা শুরু ২ ব্য়াক্তি। ভালই রমরমিয়ে চলছিল ব্য়াবসা কিন্তু শেষ রক্ষা হল না।
কলকাতায় অফিস খুলে বিভিন্ন মহিলা দিয়ে ফোন করা হত। আর এই মহিলাটা এতটাই দক্ষ যে পুরুষকে ছলে বলে কৌশলে তাঁর যাবতীয় জিনিস হাতিয়ে নিত। এদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠে আসে।
ছত্তিসগড়ের এক ব্যাক্তিকে বিভিন্ন টোপ দিয়ে ১২ লক্ষ টাকা প্রতারিত করেন এই রাজ্যের দুই ব্যাক্তি। সেই অপরাধমূলক কাজে লাগানো হয় মেয়েদেরকেই।
ছত্তিসগড়ের বিশরামপুরের পুলিশ এসে গ্রেফতার করে এই দুইজনকে। অভিযুক্তদের নাম জীবন কৃষ্ণ সিং ও সন্ধি শঙ্কর বারিক।
অভিযুক্ত জীবন কৃষ্ণ সিং ও সন্ধি শঙ্কর বারিক, দুজনেই ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে চায় ছত্তিসগড়ের পুলিশ।