পরিচিতরাই কাল হল, নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ, নিউটাউনে ধৃত ৪

Published : Dec 05, 2020, 12:48 PM ISTUpdated : Dec 05, 2020, 12:59 PM IST
পরিচিতরাই কাল হল, নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ, নিউটাউনে ধৃত ৪

সংক্ষিপ্ত

   নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪   ঘটনাটি ঘটেছে নিউটাউনের নির্জন মাঠে   ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে আনে  তারপরেই নির্মমভাবে ধর্ষণ চালায় অভিযুক্ত   

২০২০ সালের শেষ সময়ে দাড়িয়েও গণধর্ষণের মতো ঘটনা ঘটছে এ রাজ্য়েও। নানা যোগী রাজ্য নয়, এই মা-মাটি-মানুষেরই বাংলায় অবলীলাক্রমে আবার গণধর্ষণ চাললো নাবালিকার উপর। ঘটনাটি ঘটেছে নিউটাউনের রাম মন্দিরের কাছে নির্জন মাঠে। ইতিমধ্য়েই অভিযুক্তদের গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। 

আরও পড়ুন, 'বাইক ট্য়াক্সিতে তরুণীকে অশ্লীল প্রশ্ন' থেকে নগ্ন ভিডিও প্রকাশ, রইল 'রাতের কলকাতা'র ৫ কাহন

 

নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ

নিউটাউনে রাতের শহরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে  গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, নিউটাউনের রাম মন্দিরের কাছে নির্জন মাঠে। শুক্রবার রাতে নিউটাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, একজন যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল। ওই নাবালিকাকে বাড়ি থেকে পূর্ব পরিচিত ওই যুবক ডেকে আনে। তারপরেই নির্মমভাবে ধর্ষণ চালানো হয় ওই নাবালিকার উপর বলে অভিযোগ।

আরও পড়ুন, ধর্ষণ করলেই রাসায়নিক প্রয়োগে লিঙ্গচ্ছেদ পাকিস্তানে, নয়া আইন আনছে ইমরান সরকার

প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে

অভিযুক্তদের শনিবার বারাসাত আদালতে তোলা হবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গণধর্ষণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাবে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে নিউটাউনের মত একটি জায়গায় গণধর্ষণের ঘটনা। 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর