'বাইক ট্য়াক্সিতে তরুণীকে অশ্লীল প্রশ্ন' থেকে নগ্ন ভিডিও প্রকাশ, রইল 'রাতের কলকাতা'র ৫ কাহন
First Published Nov 25, 2020, 3:12 PM IST
রাতের কলকাতা দেখার সাধ প্রায় সবার হয়। শুধু সাহস আর সাধ্যে কুলায় না। তার মানে এই নয় যে, রাতের কলকাতা দেখতে অনেক টাকা লাগে। আসলে টাকা,বাইক, বন্ধু থাকলেও অনেকেই ভরসা করে না রাতের কলকাতাকে। তাই রাতের কলকাতা যতটাই সুন্দর ততোটাই যেন নির্মম। কখনও অ্য়াপে বুক করা গাড়িতে উঠে চরম নোংরা অভিজ্ঞতার শিকার হতে হয় শহরের তরুণীদের। আবার শহরের উদ্দাম যৌবনে ভরা সুন্দরীরা অনেক সময় রাতের কলকাতায় বেরিয়ে আর ফেরে না। অনেক ক্ষেত্রে শহরের সুন্দরীদের করে দেওয়া হয় পাচারও। আবার অনেকসময় যৌন নির্যাতন চালিয়ে বস্তায় করে ফেরানো হয় শহরের হৃদপিন্ডকে।

'প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক কেমন চলছে' এমন অস্বস্তিকর প্রশ্নের মুখে তরুণীকে ফেলে দিল বাইক ট্য়াক্সি চালক। ২২ তারিখ রবিবার রাত নটা নাগাত আলিপুর থেকে গড়ফা যাওয়ার সময় অ্যাপ নির্ভর বাইক ট্য়াক্সি বুক করেন এক তরুণী। বাইকে ওঠার পর থেকেই তরুণীকে একা পেয়ে নানা অশ্লীল প্রশ্ন করতে বাইক চালক। এমনকি গন্তব্যস্থলে পৌছানোর পর তরুণীর বাড়ি অবধি ধাওয়া করে ওই বাইক চালক। এরপর ওই তরুণী পুলিশকে সব কিছু জানান। ইতিমধ্য়েই অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ।

রাতের কলকাতায় এক বুক সাহস স্কুটি চালিয়ে ঘুরে বেড়া বেপরোয়া সুন্দরী নয়না। মাত্র ২০ বছর বয়েসেই বিন্দুমাত্র ভয় না পেয়ে চলে যেত ময়দান ছাড়িয়ে ভবানীপুরের বিস্তৃর্ণ এলাকায়। এমনভাবে একদিন সে রাতে বেরিয়ে আর ফিরল না। ফিরল তাঁর বস্তা বন্দি দেহটা। পরে পুলিশ গ্রেফতার করল এক দম্পতিকে। জানা গেল, সাজিত নামের এক বিবাহিত পুরুষ, নয়নার সঙ্গে অবৈধ সম্পর্ক চালাতো। সেই খবর প্রকাশ্যে আসার ভয়েই অপরাধী রাতের কলকাতেই ভরসা করল। ছোটবেলায় মাকে হারানো প্রতিবাদী নয়নাকে জীবন থেকেই সরিয়ে দিল অভিযুক্তরা। নভেম্বরের মাঝামাঝি এই ঘটনাটি ঘটেছে একবালপুরে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন