এবার শপিংমলগুলিতে আসছে ক্য়াফে পজিটিভ, স্বনির্ভর হবেন প্রায় ৫০ জন এইচআইভি পজিটিভ মানুষ

  •  ইতিমধ্যেই যোধপুর পার্কে চালু হয়েছে,ক্যাফে পজিটিভ
  • এইচআইভি পজিটিভ মানুষরাই চালাবে এই ক্যাফেটেরিয়া 
  • এবার বড় আকারে আসছে শহরের  শপিংমলগুলিতে
  • ক্যাফে পজিটিভ-এ স্বনির্ভর হতে পারবেন প্রায় ৫০ জন
     


এইচআইভি পজিটিভ মানুষদের সঙ্গে সমাজেরটা দূরত্ব কমাতে ইতিমধ্যেই যোধপুর পার্কে চালু হয়েছে,ক্যাফে পজিটিভ। এটি এইচআইভি আক্রান্তদের পরিচালিত এশিয়ার একমাত্র ক্যাফেটেরিয়া ক্যাফে পজিটিভ। আর এবার সেই  ক্যাফে আরও বড় আকার নিয়ে আসছে শহরের নামী শপিংমলগুলিতে।

আরও পড়ুন, দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের নয়া পদক্ষেপ, এবার গঙ্গাসাগর যাত্রীদের কাঠ-কয়লার উনুন ব্যবহারে নিষেধাজ্ঞা

Latest Videos

এইচআইভি পজিটিভ ও থিঙ্ক পজিটিভ-এ মিলেই ক্যাফে পজিটিভের নামকরণ হয়েছে। যোধপুর পার্কের ক্যাফের বিক্রি এতটাই বেড়েছে যে এবার শহরের ২টি নামী শপিং মলের ফুডকোর্টে খুলছে ক্যাফে পজিটিভি-এর শাখা। আজ ওয়ার্ল্ড এইডস্ ডে। এইচআইভির ভীতি কাটাতে এটাই এবার কলকাতাকে উপহার এইচআইভি আক্রান্তদের।

আরও পড়ুন, হায়দরাবাদের ঘটনায় সতর্ক কলকাতা পুলিশ, সব থানায় পৌঁছে গেল নগরপালের নির্দেশ

তবে শপিংমল বেছে নেওয়ার অন্য়তম কারণ , এর ফলাফল সুদুরপ্রসারি। ক্যাফে পজিটিভ -এ এলে কমিউনিটির মানসিকতার বদল আসবে। অপরদিকে এইচআইভি রোগীদের কর্মসংস্থান ও আলোর পথ দেখাতে এটি অন্য়তম পদক্ষেপ। আর এই উদ্দ্যোগে সামিল হচ্ছেন শহরের সেলেব্রেটিরাও। নরেন্দ্রপুরের আনন্দঘর হোম-এ আশ্রিত এমন ৬ তরুণ তরুণী, ইতিমধ্যেই এই ক্যাফেতে কাজ পেয়েছে। তাই শপিংমল গুলোতে ক্যাফের খুললে স্বনির্ভরতা হতে পারবেন আরও প্রায় ৫০ জন।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari