শিয়ালদহের উত্তর শাখায় বাতিল হল একাধিক ট্রেন, রবিবার রাত বারোটা থেকে চলবে সিগন্যালের কাজ

  •  রবিবার রাতে ১২ টা থেকে শিয়ালদহের উত্তর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে 
  • সূত্রের খবর, ইছাপুর -শ্যামনগর-কাকিনারা-নৈহাটিতে  সিগন্যালের কাজ চলবে 
  •  এর জন্য় অনেক লোকাল এবং দূরপাল্লা ট্রেনেরই রট পরিবর্তনও করা হয়েছে 
  • সেজন্য় আগে থেকেই নির্ধারিত ট্রেনের তালিকা প্রকাশ করল রেল কর্তৃপক্ষ

অটোমেটিক সিগন্যালের কাজের জন্য রবিবার রাতে ১২ টা থেকে শিয়ালদহের উত্তর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। এবং এজন্য় অনেক ট্রেনেরই রট পরিবর্তনও করা হয়েছে। যাতে ট্রেন বাতিল এবং রুট পরিবর্তনের জন্য় যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয় সে জন্য় আগেই নির্ধারিত ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। সূত্রের খবর, ইছাপুর -শ্যামনগর-কাকিনারা-নৈহাটিতে অটোমেটিক সিগন্যাল এর কাজের জন্য এবং কাকিনারা-নৈহাটি চতুর্থ লাইনে যুক্ত করার জন্য আগামীকাল রবিবার ৯ তারিখ রাত ১২ টা থেকে ১৬ তারিখ  রাত ১২ টা পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন, শিক্ষকের মারে আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ইএসআই হাসপাতালে

Latest Videos

 যে যে ট্রেন বাতিল হবে সেগুলি হলো :- প্রথমত রবিবার রাতে ১২ থেকে পরের দিন ১২ টা পর্যন্ত যে যে বাতিল থাকবে সেগুলি হলো:-আপ ট্রেন:-৩১৩৩১  কল্যাণী সীমান্ত, ৩১৪২৯  নৈহাটি, ৩১৩৩৩  কল্যাণী সীমান্ত, ৩১৩৩৯  কল্যাণী সীমান্ত, ৩১৪৩৯  নৈহাটি, ৩১৪৪৩  নৈহাটি লোকাল এবং ডাউন ট্রেন:-৩১৩৩০  কল্যাণী সীমান্ত, ৩১৪৩৬  নৈহাটি, ৩১৩৩২   কল্যাণী সীমান্ত, ৩১৪৪৪  নৈহাটি, ৩১৩৩৮ কল্যাণী সীমান্ত, ৩১৪৫০  নৈহাটি লোকাল।দ্বিতীয়ত রুট পরিবর্তন করে ভায়া দমদম-ডানকুনি দিয়ে যাবে এবং দক্ষিণেশ্বর এবং ডানকুনি থামবে যে যে ট্রেন গুলি, সেগুলি হল- আপ:-১৩১০৫  বালিয়া এক্সপ্রেস,১৩১৩১   পাটনা এক্সপ্রেস, ১৩১৫৩  গৌর এক্সপ্রেস, ৫৩১৩৯  জসিডি প্যাসেঞ্জার  এবং ডাউন:-৫৩১৪০  জসিডি প্যাসেঞ্জার।

আরও পড়ুন, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা, রবিবার ফের কমছে শহরের তাপমাত্রা

অপরদিকে এই ৪ দিন যে যে ট্রেন বাতিল এবং পথ পরিবর্তন করবে সেগুলি হল :

 আপ:- ৩১৬১৩  রানাঘাট, ৩১৪১৩  নৈহাটি, ৩১৪৭১   বিধাননগর -নৈহাটি , ৩১৭১১   নৈহাটি-রানাঘাট, ৩১৪১৫  নৈহাটি, ৩১৩১৯ কল্যাণী সীমান্ত, ৩১৪১৭   নৈহাটি, ৩১৪১৯ নৈহাটি, ৩১৩২৩  কল্যাণী সীমান্ত, ৩১৪২১   নৈহাটি, ৩১৪২৩   নৈহাটি, ৩১৪২৫ নৈহাটি, ৩১৩২৭   কল্যাণী সীমান্ত, ৩১৩৩১  কল্যাণী সীমান্ত, ৩১৪২৯   নৈহাটি, ৩১৩৩৩ কল্যাণী সীমান্ত, ৩১৬০১    মাতৃভূমি রানাঘাট, ৩১৪৩৭  নৈহাটি, ৩১৪৩৯  নৈহাটি, ৩১৩৩৭  কল্যাণী সীমান্ত, ৩১৩৩৯  কল্যাণী সীমান্ত, ৩১৪৪১   নৈহাটি, ৩১৪৪৩    নৈহাটি, ৩১৭১৩ রানাঘাট-নৈহাটি, ৩১৮১৩ কৃষ্ণনগর সিটি লোকাল।
 

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি