সংক্ষিপ্ত

  • শনিবার দিনভর শহরের আকাশ মেঘলা
  •  মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রা কমবে
  • বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে
     

শীতের লুকোচুরি খেলা অব্যাবত। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে শহরে দিনের তাপমাত্রা কম থাকবে।

আরও পড়ুন: করোনার মৃত্যু মিছিল ছাড়িয়ে গেল সার্সকেও, হল বিশ্বের সবচেয়ে বড় গাড়ি কারখানার উৎপাদন

এদিকে শনিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে এই পরিস্থিতি কেটে যাবে।

আরও পড়ুন: কড়া নিরাপত্তার বেড়াজালে শুরু হল রাজধানীর ভোটগ্রহণ, বিশেষ নজর শাহিনবাগের দিকে

রবিবার ও সোমবার কলকাতায় সামান্য শীতের অনুভূতি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আকাশ থাকবে পরিষ্কার। যার জেরে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। 

বাতাসে জলীয়বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিঙেও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, ফলে নতুন করে ঠান্ডা পড়বে।