মঙ্গলবার সকাল ৮ টা থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর জুড়ে। কোন কোন রাস্তা আজ এড়িয়ে যাওয়া উচিত এবং বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে কোন কোন রাস্তা?
মঙ্গলবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে নবান্নর দিকে এগোবে বিজেপির মিছিল। নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে মরিয়া গেরুয়া শিবির। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নেতৃত্বেই এগোবে মিছিল। কোন কোন রাস্তা দিয়ে বিজেপির মিছিল যাবে তা জানিয়ে সোমবারই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে কোনও বিকল্প পথ ব্যবহার করা হবে কি না সে কথাও জানানো হয়। মঙ্গলবার সকাল ৮ টা থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর জুড়ে। কোন কোন রাস্তা আজ এড়িয়ে যাওয়া উচিত এবং বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে কোন কোন রাস্তা?
শহরবাসীকে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দ্বিতীয় হুগলী সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করা যেতে পারে, এজেসি বোস রোড-এক্সাইড মোড়, এজেসি বোস রোড- জহরলাল নেহরু রোড। সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত এনসি স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে যান নিয়ন্ত্রণ করা হবে। এই সময় বিকল্প পথ হিসাবে লেনিন সরণি, মৌলালি হয়ে এজেসি বোস রোড ধরে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দুপুর ১২ টা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ হবে,স্ট্র্যান্ড রোড এবং উত্তর অভিমুখে কিংসওয়ে মোড় পর্যন্ত । বিকল্প পথ হিসাবে ব্যবহার করা যেতে পারে কিংসওয়ে, আরআর অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ। দুপুর ১২ টা থেকে ৪ টে পর্যন্ত হাওড়া ব্রিজও এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করেছে পুলিশ।
আরও পড়ুন - 'আমরা খুব একটা আশাও করিনি', অনুমতি না মিললেও নবান্ন অভিযান সফল করতে মরিয়া বিজেপি
বিজেপির নবান্ন অভিযানের দিনই দুর্যোগের কালো মেঘ শহরের আকাশে। সোমবার পর্যন্ত মেলেনি মিছিলের অনুমোদনও। সোমবার বিজেপির বড় জমায়েতের আগে রাজ্য নেতৃত্বকে অনুমোদন না দেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেয় পুলিশ। মঙ্গলবার 'নবান্ন অভিযান' কর্মসূচি রয়েছে বিজেপির। তার আগে হাওড়া কমিশনারেটের কাছে অনুমোদন চাওয়া হলে তা দেওয়া হয় না। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্টই জানিয়ে দেন অনুমতি না পেলেও কর্মসূচি বাতিল করা হবে না।
আরও পড়ুন - তিন মাসে শহর থেকে রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার ইডির, 'সেঞ্চুরি' ছুল টাকার অঙ্ক
আরও পড়ুন - গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার, খাটের তলা থেকে মিলল নোটের বান্ডিল