দেবী এখানে অন্নপূর্ণা,নবান্ন উৎসবই থিম পাতিপুকুর সরকারি আবাসের

  • দুর্গতিনাশিনী এখানে সাক্ষাৎ অন্নপূর্ণা।
  • পাতিপুকুর সরকারি আবাসের এবারের থিম নবান্ন উৎসব।
  • মণ্ডপে গড়া হবে কৃত্রিম গ্রাম

Tapas Dutta | Published : Sep 27, 2019 11:14 AM IST

নতুন ফসল ঘরে তোলার সময়ের সঙ্গে এখানে দেবী আগমনের তুলনা করা হয়েছে। দুর্গতিনাশিনী এখানে সাক্ষাৎ অন্নপূর্ণা। পাতিপুকুর সরকারি আবাস শারদ উৎসব কমিটির এবারের দুর্গাপুজোর থিম নবান্ন উৎসব।

এবার ৫৪ বছরে পা দিয়েছে পাতিপুকুরের এই পুজো। তেঁতুলতলা বাস স্টপে নেমে সরকারি আবাসনের কথা বললেই চোখে পড়বে পুজোর মণ্ডপ। পুজো কমিটির লোকজন জানিয়েছেন, এ বছর ৮ লক্ষ টাকা পুজো বাবদ বাজেট রয়েছে তাঁদের। মণ্ডপের শুরু থেকেই পাওয়া যাবে গ্রামীণ অনুভূতি। যেখানে নতুন ফসল নিয়ে তৈরি থাকবে ধানের গোলা। বাতিস্তম্ভের বদলে লণ্ঠন,কুপিতেই মিলবে আলোর জোগান। তবে শুধু দুর্গা আরাধনাতেই থেমে থাকছে না পুজো কমিটি। পুজোর দিনগুলোতেই থ্য়ালাসেমিয়া রোগীদের জন্য় থাকছে বিশেষ শিবির। এছাড়াও আলাদা ঘর রাখা হয়েছে জামা কাপড় দানের জন্য। এই জামা কাপড়ই পরবর্তীকালে চলে যাবে গ্রামের গরিব দুঃস্থদের জন্য। কমিটির আশা, এবারও তাঁদের পুজো ঘিরে মণ্ডপে ভিড় জমবে। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো কমিটি।

Latest Videos

তবে আশার মাঝেই উঁকি দিচ্ছে আশঙ্কা। কারণ আবহাওয়া অফিস বলছে, পুজোয় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। জেলায় জেলায় অনেক জায়গাতেই মণ্ডপে ঢুকে গেছে জল। ইতিমধ্যেই সেখানে বালি ফেলে কাদা রাস্তা শুকনো করা হচ্ছে। মণ্ডপ শুকতে আলাদা হাই স্পিডের ফ্য়ানের ব্য়বস্থা করা হয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP