দেবী এখানে অন্নপূর্ণা,নবান্ন উৎসবই থিম পাতিপুকুর সরকারি আবাসের

  • দুর্গতিনাশিনী এখানে সাক্ষাৎ অন্নপূর্ণা।
  • পাতিপুকুর সরকারি আবাসের এবারের থিম নবান্ন উৎসব।
  • মণ্ডপে গড়া হবে কৃত্রিম গ্রাম

নতুন ফসল ঘরে তোলার সময়ের সঙ্গে এখানে দেবী আগমনের তুলনা করা হয়েছে। দুর্গতিনাশিনী এখানে সাক্ষাৎ অন্নপূর্ণা। পাতিপুকুর সরকারি আবাস শারদ উৎসব কমিটির এবারের দুর্গাপুজোর থিম নবান্ন উৎসব।

এবার ৫৪ বছরে পা দিয়েছে পাতিপুকুরের এই পুজো। তেঁতুলতলা বাস স্টপে নেমে সরকারি আবাসনের কথা বললেই চোখে পড়বে পুজোর মণ্ডপ। পুজো কমিটির লোকজন জানিয়েছেন, এ বছর ৮ লক্ষ টাকা পুজো বাবদ বাজেট রয়েছে তাঁদের। মণ্ডপের শুরু থেকেই পাওয়া যাবে গ্রামীণ অনুভূতি। যেখানে নতুন ফসল নিয়ে তৈরি থাকবে ধানের গোলা। বাতিস্তম্ভের বদলে লণ্ঠন,কুপিতেই মিলবে আলোর জোগান। তবে শুধু দুর্গা আরাধনাতেই থেমে থাকছে না পুজো কমিটি। পুজোর দিনগুলোতেই থ্য়ালাসেমিয়া রোগীদের জন্য় থাকছে বিশেষ শিবির। এছাড়াও আলাদা ঘর রাখা হয়েছে জামা কাপড় দানের জন্য। এই জামা কাপড়ই পরবর্তীকালে চলে যাবে গ্রামের গরিব দুঃস্থদের জন্য। কমিটির আশা, এবারও তাঁদের পুজো ঘিরে মণ্ডপে ভিড় জমবে। আপাতত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুজো কমিটি।

Latest Videos

তবে আশার মাঝেই উঁকি দিচ্ছে আশঙ্কা। কারণ আবহাওয়া অফিস বলছে, পুজোয় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। জেলায় জেলায় অনেক জায়গাতেই মণ্ডপে ঢুকে গেছে জল। ইতিমধ্যেই সেখানে বালি ফেলে কাদা রাস্তা শুকনো করা হচ্ছে। মণ্ডপ শুকতে আলাদা হাই স্পিডের ফ্য়ানের ব্য়বস্থা করা হয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও