KMC new Mayor Firhad Hakim: দায়িত্ব নিয়েই নতুন উদ্যোমে ফিরহাদ, অতীন-মালাদের উপরেও ফের ভরসা মমতার

আগামী ৫ বছরের জন্য ফের কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরনিগমে দলনেতা হিসেবে নির্বাচিত করল তৃণমূল।

জল্পনা চলছিলই। অবশেষে সেই জল্পনা সত্যি করেই অবশেষে ফিরহাদেই আস্থা রাখলেন মমতা। আগামী ৫ বছরের জন্য ফের কলকাতার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিমই( Kolkata mayor Firhad Hakim)। ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরনিগমে দলনেতা(Team Leader of Calcutta Municipal Corporation) হিসেবে নির্বাচিত করল তৃণমূল। পাশাপাশি আগের মতোই চেয়ারপার্সন হচ্ছেন মালা রায়। ডেপুটি মেয়র পদে বসতে চলেছেন অতীন ঘোষ। সহজ কথায় এদিন পদাধিকার দেওয়ার সময় বিশেষ কোনও চমক দতে দেখা গেল না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে(Trinamool supremo Mamata Banerjee)। উল্টে ভরসা রাখলেন পুরনো রথী-মহারথীদের উপরেই। এদিন মহারাষ্ট্র ভবনে কলকাতার মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি(Trinamool president Subrata Boxi)। তাতে সায় দিতে দেখা যায় সমস্ত কাউন্সিলারকেই। তারপরেই সর্বোসম্মতিক্রমে ফিরহাদকে মেয়র হিসাবে বেছে নেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণ মন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। তাতেই নতুন খুশির হাওয়া বয়ে যায় ঘাসফুল শিবিরে। এদিকে শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। এমনকী করোনাকালে তাঁর কঠোর পরিশ্রমের বিস্তর প্রশংসাও করেছে কলকাতার লোকজন। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়। এমনকী দীর্ঘদিন কলকাতার বুকে রাজনীতি করার সুবাদে ফিরহাদের জাতীয় পরিচিতিও বর্তমানে অন্য মাত্রায় গিয়েছে। এমতাবস্থায় সবদিক ভেবেচিন্তেই ফিরহাদকে ফের এই গুরুদায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

Latest Videos

আরও পড়ুন-খোঁজ মিলছে না মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল, চুরি নাকি পিছনে অন্য রহস্য

এদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় একদিকে যেমন নতুন মুখের ছড়াছড়ি ছিল, তেমনই ৪৫ শতাংশই মহিলা। এঁদের প্রায় সকলেই জিতেছেন। তারাও অনেক গুরু দায়িত্ব পেতে চলেছেন বলে আগেই খবর মিলেছিল। অবশেষে নয়া দায়ভারের রূপ রেখা প্রকাশ হতেই দেখা যায় ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা। অন্যদিকে মেয়র ইন কাউন্সিল হচ্ছেন ১৩ জন। তবে এই ক্ষেত্রে মনে রাখা ভালো নিয়ম অনুযায়ী এখনও আনুষ্ঠানিকভাবে ফিরহাদ কলকাতার মেয়র হননি। পরবর্তীতে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরই সরকারিভাবে কলকাতার মেয়র হবেন তিনি। এদিকে এদিন ফের মেয়র হিসাবে নিজের নাম ঘোষণা হতেই মমতাকে প্রণাম করে ধন্যবাদও জানান কলকাতার এই বর্ষীয়ান রাজনীতিবিদকে।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury