সল্টলেকের স্বাস্থ্য ভবনের গেট আটকে দিয়ে বিক্ষোভ করল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রায় হাজার তিনেক কর্মচারী। সোমবার স্বাস্থ্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ছিল তাঁদের বিক্ষোভ কর্মসূচি।
'চাকরি পাচ্ছে বেশিরভাগই বাইরের রাজ্যের বাসিন্দা'
তাঁদের দাবি, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন থাকার সত্বেও তাঁদেরকে চাকরি দেওয়া হচ্ছে না । তাঁরা এই মুহূর্তে নামমাত্র টাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর মোট ৯৩৩৩ সংখ্যক এর ভ্যাকেন্সি ছিল। শেষ মুহূর্তে তাদেরকে জানানো হয়। তাঁদের মধ্যে ২৪০০ জনকে চাকরি দেওয়া হবে এবং সেই ২৪০০ জনের মধ্যে বেশিরভাগই বাইরের রাজ্যের বাসিন্দা। এ রাজ্যের বাসিন্দা হওয়া সত্বেও তাঁদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন, 'পুজোর ভিড় ডেকে আনতে পারে চরম বিপদ', আশঙ্কা কেন্দ্রের
'মহিলা নার্সিং স্টাফদের ব্যাপক মারধর'
অপরদিকে, তাঁদের আরও দাবি সোমবার সকালে যখন তাঁরা, তাদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং মহিলা নার্সিং স্টাফদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।