চোদ্দ দিনে ১২ বার, আজ ফের দাম বেড়ে ১১৪ ছুঁইছুঁই কলকাতায়, জানুন সারা দেশে জ্বালানীর দর

সোমবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

সোমবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল।  ইউক্রেন-রাশিয়া যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়। এই নিয়ে গত চোদ্দ দিনে ১২ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।   এদিন পেট্রোল-ডিজেলের দাম ফের ৪০ পয়সা বাড়ল। মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

 

Latest Videos

 

ইতিমধ্য়েই গত চোদ্দ দিনে ১২ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে মাঝে গত সপ্তাহে শুক্রবার বিরতি ছিল।  এদিন ফের পেট্রোল-ডিজেলের দামে আগুন লেগেছে। সোমবার কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম ৪২ পয়সা বৃদ্ধি পেয়ে ১১৩ টাকা ৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। পাশাপাশি ডিজেলের দামও আরও একবার বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেলের দাম ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৭ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ২২ পয়সা।  এদিন রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩ টাকা ৪১ পয়সা পয়সা থেকে ১০৩ টাকা ৮১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৪টাকা ৬৭ থেকে বেড়ে ৯৫ টাকা ০৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৪২ পয়সা বেড়ে দাম ১১৮ টাকা ৪১পয়সা থেকে ১১৮ টাকা ৮৩ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ৪৩ পয়সা বেড়ে  ১০২ টাকা ৬৪ থেকে বেড়ে ১০৩ টাকা ০৭ পয়সা দাঁড়িয়েছে। জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে  দাম ১০৮ টাকা ২১ পয়সা থেকে ১০৯ টাকা ৩৪ পয়সায়  দাঁড়িয়েছে। ডিজেলের দাম ৯৯ টাকা ৪ পয়সা থেকে বেড়ে ৯৯ টাকা ৪২ পয়সা হয়েছে।

আরও পড়ুন, 'ভারতে পেট্রোলের দাম গায়ে লাগলে পাকিস্তানে কাটিয়ে আসুন', মোদীকে কটাক্ষ করতেই সুজনকে তোপ অনুপমের

 সম্প্রতি  মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে। প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে। যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এখন কথাটা হচ্ছে  গত বারো দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আগেই যেখানে গত তিন মাস আগের দামে অসুবিধায় পড়েছিল তামাম ভারতবাসী, এখন সেই জায়গাটাও আরও সংকুচিত হয়ে দাঁড়িয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh