ফের জ্বালানীর দামে আগুন, দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকালো পেট্রোল, কী অবস্থা কলকাতায়

Published : Jul 02, 2021, 10:57 AM ISTUpdated : Jul 02, 2021, 11:00 AM IST
ফের জ্বালানীর দামে  আগুন, দেশের একাধিক শহরে সেঞ্চুরি হাঁকালো পেট্রোল, কী অবস্থা কলকাতায়

সংক্ষিপ্ত

  কলকাতায় জ্বালানীর দামে আবারও আগুন   দেশের একাধিক শহরে ১০০ টাকা পেরোল পেট্রোল দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত  তেল সংস্থাগুলি   দাম বেড়ে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর


শুক্রবার কলকাতায় জ্বালানীর দামে আবারও আগুন।  এদিন কলকাতায় লিটার প্রতি ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে একশো ছুঁইছুঁই। তবে এদিন ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। উল্লেখ্য,  পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।

আরও পড়ুন, কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের জালে আরও ১, গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী

 


শুক্রবার ফের পেট্রোলের দাম বাড়ল। এদিন ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। এদিন কলকাতায় লিটার প্রতি ৪০ পয়সা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা।দিল্লিতে লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে  পেট্রোলের দাম হয়েছে ৯৯.১৬ টাকা। ডিজেল ৮৯.১৮ টাকা। সূত্রের খবর, শীঘ্রই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে চলেছে। এর জেরে আগামী দিনে দেশের বাজারে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। গত দেড় মাসে লাগাতার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। দেশের একাধিক শহরে একশো পার করেছে পেট্রোলের দাম। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম  ১০৫ টাকা হয়ে গিয়েছে। পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।

আরও পড়ুন, পারদ পতনে স্বস্তি ফিরল কলকাতায়, আজও প্রবল বর্ষণের পূর্বাভাস দুই বঙ্গে

 

 

দেশের পাঁচ রাজ্যে একুশের নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের  মূল্যবৃদ্ধি হয়। তবে, সেই সময় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এরপর ২ মে বিধানসভা  ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই দাম সংশোধিত হতে শুরু করেছে।  কার্যত লকডাউনের মাঝে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। বিরোধীরা অভিযোগ তুলেছেন, 'কোভিড পরিস্থিতিতে মানুষের সমস্যার কথা না ভেবে উৎপাদন শুল্ক, সেস এং সারচার্জ থেকে রাজস্ব বাড়াচ্ছে কেন্দ্র। ' প্রসঙ্গত, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে প্রতিবাদে নেমেছে বাম-কংগ্রেস। 
 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে