২০২১ এর ভোটের প্রস্তুতি শুরু করল লালবাজার। থানায় কর্মরত ইনস্পেকটর, সাব ইনস্পেকটর এবং কনস্টেবলরা কত দিন ধরে সেখানে রয়েছেন সেটা জানতে চাওয়া হয়ছিল। থানাগুলির তরফে সেই তালিকা ডিভিশন অফিসে পৌছে দেওয়া হয়েছে। এবার শুধুই বদলির অপেক্ষা।
আরও পড়ুন, লোকাল ট্রেন চালু হলেও আপাতত বন্ধ টিকিট বুকিং UTS অ্যাপ, কাউন্টারই এখন একমাত্র ভরসা
কী বলছে লালবাজার
করোনা আবহে ২০২১ এর বিধানসভা ভোটের প্রস্তুতি এভাবেই শুরু করল লালবাজার। কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনের ডেপুটি কমিশনারদের বদলি হয়ে গেল মঙ্গলবারেই। ডিসি বন্দর, ডিসি সাউথ, ডিসি মধ্য সহ পাঁচটি ডিভিশনে এই দায়িত্ব বদল হয়েছে। লালবাজার সূত্রের খবর, নির্বাচন কমিশনের হিসেব মেনেই থানায় কর্মরত সব অফিসার ও কর্মীর কাছে কত দিন ধরে সেখানে রয়েছেন তা জানতে চাওয়া হয়েছিল। ভোটের এই প্রস্তুতি প্রাথমিক স্তরের কাজ বলেই জানাচ্ছে লালবাজার।
আরও পড়ুন, দীর্ঘ সাড়ে ৭ মাস পর চালু লোকাল ট্রেন, সাতসকালেই কাউন্টারে লম্বা লাইন
থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের প্রথমে বদলি
পুলিশের এক কর্তা জানিয়েছেন, নির্বাচন কমিশন নতুন নির্দেশ না দিলে পুরোনো নিয়ম মেনে থানাগুলিতে ভোটের ২ মাস আগে জানুয়ারির মধ্যেই পুলিশকর্মী এবং অফিসারদের পোস্টিং দেওয়া হবে। উল্লেখ্য, লালবাজার সূত্রে খবর, থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের বদলি প্রথমে হবে।
আরও পড়ুন, হিমেল পরশ দিয়েও ফের পারদ চড়ল কলকাতায়, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতে