'শর্ত সাপেক্ষ হলে নিয়োগ চাই , কত দিন আর মানুষের কাছে অপমানিত হব'। দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পূর্ণ নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছেন মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা।
'কত দিন আর মানুষের কাছে অপমানিত হব' নিয়োগের দাবিতে খাদ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে চাকরীপার্থীরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে ১১ অগাস্ট মির্জা গালিব স্ট্রিটে স্লোগান তুলে প্রতিবাদ শুরু করেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন, Tripura:'রোজই আমাদের নামে এখানে মামলা হয়, ২-৪ টে মামলা হোক না ওদের নামেও', দাবি সায়ন্তনের
বিক্ষোভকারীদের দাবি, খাদ্য ভবনে বিভিন্ন পদে নিয়োগের জন্য যে মেরিট লিস্ট বা মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল, তা মেনে নিয়োগ হয়নি। মোট ৯৫৭ টি শূন্যপদ থাকলেও নিয়োগ হয়েছে মাত্র ১০০ জনের। তাই দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পূর্ণ নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছেন মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। উল্লেখ্য , যে ১০০ জনের খাদ্য ভবনের চাকরিতে নিয়োগ হয়েছে, তাও প্রকাশিত মেধাতালিকা অনুয়ায়ী হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। খাদ্যভবের বিভিন্ন নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। তারপর মেধাতালিকা প্রকাশ করে সংশ্লিষ্ট দফতর। সকল জেলা থেকেই এই পরীক্ষায় বসেছিলেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে দাবি জানিয়েছেন যে, 'শর্ত সাপেক্ষ হলে নিয়োগ চাই। ভবিষ্যতে কেস চললে চলুক। আইনি জটিলতার ভার ফুড এসআইদের। কত দিন আর মানুষের কাছে অপমানিত হব', বলে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন, Tripura:অভিষেক-ব্রাত্য সহ ৫ নেতার বিরুদ্ধে FIR, 'ভয় পেয়েছে BJP', টুইট কুণালের
সম্প্রতি এসএসসি-র উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রেও নানান জটিলতা প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরেই বন্ধ স্কুল সার্ভিস পরীক্ষা। সম্প্রতি কমিশনের তরফে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেখানে কেবল প্রার্থীদের নাম ছিল, প্রাপ্ত নাম্বার ছিল না। অনেকেই দুর্নীতির অভিযোগ তোলেন। মামলা হয় কলকাতা হাইকোর্টে। নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের নির্দেশের কিছু দিন যেতেই ফের নতুন মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। সেখানে প্রার্থীদের নামের সঙ্গে নম্বরও উল্লেখ থাকে। যারা সুযোগ পাননি, তাঁদের নাম-নম্বরও প্রকাশ করে কমিশন। তারপর উচ্চ প্রাথমিক নিয়োগের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এবার সেই একই অসন্তোষের ছায়া খাদ্য ভবনের নিয়োগও।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস