আনিসের মৃত্যুতে 'ন্যায় বিচারের' দাবিতে মহাকরণের পথে পড়ুয়াদের মহামিছিল

মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। পার্ক সার্কস থেকে মহাকরণের পথে এগিয়ে চলা পড়ুয়াদের মহামিছিলে ক্রমশ পায়ের ভিড় বাড়ানোর কথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পড়ুয়াদের মিছিল মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর। 

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে (Anis Khan Murder Case) উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি (State Politics)। এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুর প্রতিবাদে (Protest Rally) এবার মহানগরের রাস্তায় নামলেন পড়ুয়ারা (Student)। 'জাস্টিস ফর আনিস' (Justice For Anis Khan) লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে নিহত আনিসের হত্যা-র ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) পড়ুয়ারা। পূর্ব ঘোষিত সূচি মেনেই আজ তিলোত্তমার রাস্তা দিয়ে মহাকরণের (Mahakaran) উদ্দেশ্যে রওনা দেয় এই মিছিল। আনিস খানের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। কিন্তু, এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কোনও কিনারা করে উঠতে পারেনি পুলিশ। তাই যাতে দ্রুত তাঁর মৃত্যুর তদন্ত হয় সেই দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছে পড়ুয়াদের তরফে। সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা এই মিছিলের।

মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। পার্ক সার্কাস থেকে মহাকরণের পথে এগিয়ে চলা পড়ুয়াদের মহামিছিলে ক্রমশ পায়ের ভিড় বাড়ানোর কথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পড়ুয়াদের মিছিল মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ (Police) প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর। যদিও পড়ুয়াদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে মিছিল যেখানেই আটকানো হোক না কেন, সেখানেই রাস্তায় বসে বিচারের দাবি জানাবেন তাঁরা। পাশাপাশি মিছিলে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এগিয়ে যান পড়ুয়ারা। এমনকী, রাস্তায় বসেও ন্যায় বিচারের দাবিতে গলা চড়াতে দেখা যায় তাঁদের। এদিকে, আনিস খানের হত্যার বিচার চেয়ে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘট পড়ুয়াদের।

Latest Videos

আরও পড়ুন- আনিসকাণ্ডে নয়া মোড়, ছাত্রনেতার বাড়িতে নাকি গিয়েছিল পুলিশই, সাসপেন্ড আমতা থানার ৩ কর্মী

আরও পড়ুন- আনিসের মৃত্যু রহস্য ধামাচাপা দিতেই রাজ্যের সিট গঠন-কটাক্ষ দিলীপ ঘোষের

এদিকে এই উত্তেজনার পরিস্থিতির মধ্যেই এবার আনিস মৃত্যুর ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন আনিসের বাড়িতে গিয়েছিল পুলিশই (West Bengal Police)। প্রাথমিক তদন্তের পর এই তথ্য হাতে পেয়েছে বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট। পাশাপাশি এই ঘটনায় গাফিলতির অভিযোগে আমতা থানার (Amta Police Station) তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড (Police Personnel Suspend) করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরা। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার (Arrest) হয়নি বলে জানা গিয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীদের মোবাইল লোকেশন (Mobile Location) ট্র্যাক করা হচ্ছে। তবে সাসপেন্ড হওয়া এই তিন পুলিশ কর্মীই সেদিন আনিসের বাড়িতে গিয়েছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন আনিসের বাবা যখন ওই তিন পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁরা নির্লিপ্ত ছিলেন। ফলে ঘটনাস্থলে যেতেও তাঁরা দেরি করেছিলেন। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  

আরও পড়ুন- '১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট', আনিস হত্যাকাণ্ডের ইস্যুতে বার্তা মমতার

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed