মঙ্গলবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবারও কি অপরিবর্তীত শহরের জলচিত্র?

Published : Sep 20, 2022, 10:13 AM IST
 মঙ্গলবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবারও কি অপরিবর্তীত শহরের জলচিত্র?

সংক্ষিপ্ত

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিনত হওয়ার জেরেই এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি হতে চলেছে নিম্নচাপ। যার ফলে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।   

পুজোর মুখে অব্যহত বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শহরের আকাশে কালো মেঘ। ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টিও। মঙ্গলবার সকাল থেকেই মুখভার আকাশের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার শহরজুড়ে দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিনত হওয়ার জেরেই এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি হতে চলেছে নিম্নচাপ। যার ফলে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমশ শক্তি সঞ্চয় করার ফলে আগামী দিনে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।  

আরও পড়ুন  - মঙ্গলবারও অব্যহত বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা


ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আবহাওয়া দফতর সূত্রে খবর। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। 

আরও পড়ুন - প্রবল বৃষ্টি বদলে দিল বেঙ্গালুরুর জীবন, অফিস হোক বা এয়ারপোর্ট একমাত্র ভরসা ট্রাক্টরই 

পুজোর মুখে বারবার নিম্নচাপের জেরে একদিকে যেমন ব্যহত মণ্ডপ-প্রতিমা তৈরির কাজ। অন্যদিকে বৃষ্টির জেরে কোপ পড়ছে পুজোর বাজারেও। তবে অতিমারি পরবর্তী পরিস্থিতিতে বাজারে ভিড় লক্ষ করার মতো। 

আরও পড়ুন - মঙ্গলবারও বদল নেই শহরের জলচিত্রে, জলমগ্ন বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা