চলতে পারে ট্রেন, করোনা সুরক্ষায় শিয়ালদহে 'বৃত্ত' আঁকার কাজ শেষের পথে

Published : Sep 01, 2020, 06:48 PM ISTUpdated : Sep 01, 2020, 06:55 PM IST
চলতে পারে ট্রেন, করোনা সুরক্ষায় শিয়ালদহে 'বৃত্ত' আঁকার কাজ শেষের পথে

সংক্ষিপ্ত

আগামী দিনে চালু হতে পারে ট্রেন পরিষেবা সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃত্ত আঁকার কাজ শেষের পথে লোকাল ট্রেনের চালুর জন্য ইতিমধ্য়েই প্রস্তুতি শুরু রেলের করোনা আবহে যাত্রী সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে রেলমন্ত্রক  

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-সামাজিক দূরত্ব মেনে কলকাতায় দ্রুত চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। এবার কী ট্রেন পরিষেবাও চালু করতে পারে রেল মন্ত্রক। শিয়ালদহ স্টেশনের প্রস্তুতি দেখে তেমনি ইঙ্গিত মিলছে। যাত্রী সুরক্ষায় স্টেশন জুড়ে তৈরি হচ্ছে গোলাকার বৃত্ত। সামাজিক দূরত্ব বিধি মেনে নতুন ভাবে পরিষেবা চালু হতে পারে। 

আরও পড়ুন-করোনার থাবায় উধাও বিনোদন, কাজ হারানোর আশঙ্কায় অ্য়াকোয়াটিকার ১০০ শ্রমিক

রাজ্য সরকার চাইলে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে পারে। কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেওয়ার পর প্রস্তুতি শরু করে দিয়েছে পূর্ব রেল। শিয়ালদহ স্টেশনে হলুদ রঙের রং, তুলি দিয়ে তৈরি হচ্ছে গোলাকার বৃত্ত। শুধু শিয়ালদহ স্টেশন নয়, বনগাঁ, হাসনাবাদ সহ অন্য়ান্য স্টেশন গুলিতেও একই ছবি দেখা যাচ্ছে। প্লাটফর্মগুলিতে গোলাকার বৃত্ত আঁকতে ব্যস্ত রেলকর্মীরা। 

আরও পড়ুন-ফের শিরোনামে জগন্নাথ সরকার, বিজেপি সাংসদের 'কূকীর্তি' প্রকাশ্য়ে

করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। যদিও আগামী দিনে আদৌ ট্রেল চালু হবে কিনা তা নিয়েই নিজেরাই সন্দেহ প্রকাশ করেছেন পূর্ব রেলের কর্মীরা। কেননা, গোলাকার বৃত্ত বিভিন্ন স্টেশনে আঁকা হলেও এখনই ট্রেন চালুর সম্ভাবনা নেই জানিয়েছেন রেল কর্মীদের একাংশ। অনেকে আবার দাবি করেছেন, করোনা আবহে বিধি মেনে ট্রেন পরিষেবা চালু হলে কর্মস্থলে যেতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে। বিপর্জয়ের সময়ে অনেকটাই খরচ কমাতে পারবেন তাঁরা। 

আরও পড়ুন-জল থই থই হাসপাতাল, রোগীর বেডের তলায় জল, চাঞ্চল্যকর ছবি পূর্ব মেদিনীপুরে

করোনা মহামারির জেরে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। লকডাউন শেষে আনলক ফোরে লোকাল চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কবে চালু হবে তা নিয়ে নিজেরাই সন্দেহ প্রকাশ করছেন পূর্ব রেলের কর্তারা। 
 

PREV
click me!

Recommended Stories

কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?
সরস্বতী পুজোয় চলবে কম মেট্রো, বইমেলা উপলক্ষে ১ ফেব্রুয়ারি বেশি চলবে