দীপাবলির আনন্দে নামল শোকের ছায়া। তুবড়ি ফেটে মৃত্য়ু হয় এক শিশু সহ পথচারীর। মর্মান্তিক দুর্ঘটনাগুলি ঘটে বেহালা ও কসবায়। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় বেহালার শীলপাড়ায় তুবড়ি ফেটে মৃত্যু হল ৫ বছরের এক শিশুর। নিহত শিশুর নাম আদি দাস।
আরও পড়ুন, আলোর উৎসবে কাটল সংঘাত, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় কাছাকাছি এলেন ধনকড় ও মমতা
রবিবার সন্ধ্যেয় আদি, ঠাকুমার সঙ্গে হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেইসময় কালীপুজো উপলক্ষে রাস্তার ধারে চলছিল, দেদার বাজি পোড়ানো। দুর্ঘটনাটি ঘটে তখনই, তুবড়িতে আগুন লাগাতে গিয়ে। প্রথমে বাজিটা ফাটেনি,তারপর আবার সেটা যখন আগুন লাগাতে যায়। তখনই তুবড়ি বাস্ট করে। তুবড়ির খানিকটা অংশ তার গলায় ঢুকে যায়। অতিরিক্ত ব্লিডিং হতে থাকে। তারপর তড়িঘড়ি করে রক্তাক্ত অবস্থায় ,আদিকে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় । এলাকায় নামে শোকের ছায়া।
দেখান ভিডিও, মুখ্যমন্ত্রীর পুজোয় রাজ্যপাল, নিজের হাতে চা পরিবেশন মমতার
অপরদিকে একই দুর্ঘটনা কসবাতেও ঘটে। তুবড়ি ফেটে মৃত্য়ু হয় এক পথচারীর। তুবড়ি ফেটে গলার নলিতে আঘাত লাগে। মৃতের নাম দীপকুমার কোলে।