দুর্গোৎসবে সবুজায়নের বার্তা দিচ্ছে সল্টলেকের বিই ব্লক

Published : Sep 11, 2019, 10:17 AM ISTUpdated : Sep 23, 2019, 03:30 PM IST
দুর্গোৎসবে সবুজায়নের বার্তা দিচ্ছে সল্টলেকের বিই ব্লক

সংক্ষিপ্ত

এই বছর মণ্ডপটি তৈরি হচ্ছে মহাবালেস্বরের কৃষ্ণাবাঈ মন্দিরের আদলে মণ্ডপের উপরে থাকবে পৃথিবীর একটি প্রতিকৃতি উষ্ণায়ন রুখতে সবুজায়নের বার্তা দেবে বিই ব্লকের পূজোর উদ্যোক্তারা এ বছর বিই ব্লকের পুজো পদার্পন করছে ৩৬ তম বর্ষে

গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্নায়নের কথা আমরা সবাই জানি। এবার সেই গ্লোবাল ওয়ার্মিং কেই নিজেদের পূজোর থিমে তুলে ধরছেন বিই ব্লক (পশ্চিম) সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শুধু তাই নয়, প্রতিকার হিসাবে সবুজায়নের কথাও উল্লেখ থাকবে তাদের পুজোয়।
  দেখে নিন- নাম লেখাননি এখনও, দেরি না করে অংশ নিন এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ
    এই বছর তাদের মণ্ডপটি তৈরি হচ্ছে মহাবালেস্বরের কৃষ্ণাবাঈ মন্দিরের আদলে। মণ্ডপের উপরে থাকবে পৃথিবীর একটি প্রতিকৃতি। দেখানো হবে যে সেই প্রতিকৃতিটি জ্বলছে। নীচে থাকবে সবুজে মোড়ানো কৃষ্ণাবাই মন্দিরের আদল। এভাবেই উষ্ণায়ন রুখতে সবুজায়নের বার্তা দেবে এখানকার পুজোর উদ্যোক্তারা। মণ্ডপের বাইরে বড়ো হোডিংয়ে লেখাও থাকবে উষ্ণায়ন রুখতে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।
  আরও পড়ুন- ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধাঁচে সেজে উঠছে বিডি ব্লক
      এ বছর বি-ই ব্লকের পূজো পদার্পন করছে ৩৬ তম বর্ষে। পুজো সেক্রেটারি পার্থ মিত্র জানিয়েছেন এ বছর তাদের পূজোর বাজেট ১৪ লক্ষ টাকা। শিল্পী সনাতন গুপ্ত পালের তত্ত্বাবধানে দ্রুত এগিয়ে চলেছে পুজোর কাজ। চতুর্থীর দিনই তাদের পূজোর উদ্বোধন করতে চাইছেন পুজো উদ্যোক্তারা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অনেক গন্যমান্য ব্যক্তি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন ৩১ নং ওয়ার্ডের পৌরপিতা সব্যসাচী দত্ত।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের