সংক্ষিপ্ত
- আকর্ষণীয় সুন্দর থিম সম্বল করেই পূজোর তোড়জোড় চলছে সল্টলেক বিডি ব্লক
- অতি পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ
- বিডি ব্লকের পুজোটি সম্পূর্ণ মহিলা পরিচালিত পূজো
- এ বছর তাদের পূজো পদার্পন করছে ৪১ তম বর্ষে
মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে প্রকৃতি। বছর ঘুরে আবার বাপের ঘরে ফিরছে মা উমা। আর মেয়ে ঘরে ফেরার আগেই সেই ক্লাবগুলিতে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সেরার লড়াইয়ে কোন প্যান্ডেল এগিয়ে থাকবে এবং দর্শনার্থীদের বেশি মন কাড়বে সে চিন্তায় ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলিই। তাদের মধ্যেই আবারও একটি নতুন অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে সল্টলেকের বিডি ব্লক-এর পুজো।
দেখে নিন- নাম লেখাননি এখনও, দেরি না করে অংশ নিন এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ
সহজ অথচ সুন্দর থিম সম্বল করেই এবারের পূজোর তোড়জোড় করছে সল্টলেক বিডি ব্লকের পূজো উদ্যোক্তারা। এ বছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে আমাদের অতি পরিচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে। বিডি ব্লকের পুজোটি সম্পূর্ণ মহিলা পরিচালিত পূজো। সেক্রেটারির পদ সামলাচ্ছেন অর্পিতা দাস। এছাড়া প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোনও না কোন মহিলা। এ বছর তাদের পূজো পদার্পন করছে ৪১ তম বর্ষে। নবমীতে থাকছে কুমারী পূজোর আয়োজনও।
আরও পড়ুন- বাংলার মুখ, এটাই এবছরের আকর্ষণ অরবিন্দ সেতু সর্বজনিন দুর্গা পুজো সমিতির
এখানে প্রতিমা তৈরির কাজটি করছেন শিল্পী বিজয় পাল। আগস্টের শেষ সপ্তাহে মণ্ডপের অন্দরেই শুরু হয়েছিল প্রতিমা তৈরির কাজ। দিনে ১০ ঘন্টা কাজ করছেন প্রতিমা শিল্পীরা এবং মোটামুটি ভাবে মহালয়ার আগেই তাদের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন শিল্পী বিজয় পাল। এছাড়াও মণ্ডপ তৈরির কাজে রয়েছেন ২৫ জন মতোন শিল্পী। মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে একমাস আগেই। যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করছে চাইছেন পূজো উদ্যোক্তারা।