বি-কে ব্লকে এ বার পুজোয় থাকছে এক টুকরো কেদারনাথ

Published : Sep 15, 2019, 09:53 AM ISTUpdated : Sep 23, 2019, 02:37 PM IST
বি-কে ব্লকে এ বার পুজোয় থাকছে এক টুকরো কেদারনাথ

সংক্ষিপ্ত

এ বছর ৩৩ তম বর্ষে পদার্পণ করছে বি-কে ব্লক পুজোয় সেজে উঠতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সল্টলেক বি-কে ব্লক মণ্ডপটি গড়ে উঠছে কেদারনাথের পাহাড়ের আদলে পঞ্চমীতে হবে এই পুজোর উদ্বোধন

৩৩ তম বর্ষে অভিনব উদ্যোগ সল্টলেকের বি-কে ব্লকের। এই বছর পুজোয় তাদের মণ্ডপটি গড়ে উঠছে কেদারনাথের পাহাড়ের আদলে। বি-কে ব্লকের খেলার মাঠে বেশ খানিকটা জায়গা জুড়ে গড়ে উঠছে এই বিশাল মণ্ডপটি যা নির্মাণশৈলীর দিক থেকে টেক্কা দিতে পারে আশেপাশের বেশ কয়েকটি পুজোকে।

আরও পড়ুন- ডি-এল ব্লকে এবার থাকছে কুটির শিল্পের ছোঁয়া
    বি-কে ব্লক পুজো কমিটির মেম্বার জয়ন্ত দাস জানিয়েছেন মণ্ডপটি কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে থেকে। চারুকলা ডেকোরেটার্স-এর তরফ থেকে দিনে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা পরিশ্রম করে মণ্ডপটি গড়ে তুলেছেন শিল্পীরা। এছাড়া শিল্পী সনাতন পালের নেতৃত্বে প্রতিমা তৈরির কাজ ও চলছে জোরকদমে। পঞ্চমীতে পুজোর উদ্বোধন, তার কিছুদিন আগেই মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এছাড়া তারা আরো জানিয়েছেন সল্টলেকের পুজোগুলির রীতি মেনে এবারও থাকছে পুজোর প্রত্যেকদিনই ব্লকের বাসিন্দাদের বসিয়ে  খাওয়ানোর ব্যবস্থা। 

আরও পড়ুন- এবার পুজোয় নতুন দেশের সন্ধান দেবে সল্টলেক এফ-ডি ব্লক

     সল্টলেকের বড়পুজো গুলিকে উপভোগ করতে গেলে আপনাকে আসতেই হবে সল্টলেকের অন্যতম বড় পুজো বি-কে ব্লকের এই পুজোয়।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের