দুর্গা পুজোয় এবার কান্ড কেদারনাথে, সৌজন্যে ই-ই ব্লক

  • দর্শনার্থীদের পাহাড়ে নিয়ে যেতে চলেছেন ই-ই ব্লক পুজো কমিটি
  • খোদ কেদারনাথের পাহাড়ের আদলে সেজে উঠছে ই-ই ব্লক
  • পুজোর ট্যাগলাইন 'সল্টলেক দিচ্ছে ডাক, সল্টলেকের ই-ই তে কেদারনাথ'
  •  চতুর্থীর মধ্যেই সমাপ্ত হয়ে যাবে সল্টলেকের ই-ই তে কেদারনাথের পাহাড় তৈরি

deblina dey | Published : Sep 15, 2019 5:14 AM IST / Updated: Sep 23 2019, 02:28 PM IST

 এবার পুজোয় দর্শনার্থীদের পাহাড়ে নিয়ে যেতে চলেছেন ই-ই ব্লক পুজো কমিটি। যেমন তেমন পাহাড় নয়, একেবারে খোদ কেদারনাথের পাহাড়ের আদল ফুটিয়ে তুলতে চলেছে ই-ই ব্লক পুজো উদ্যোক্তারা। তাই তাদের এবারের পুজোর ট্যাগলাইন "সল্টলেক দিচ্ছে ডাক, সল্টলেকের ই-ই তে কেদারনাথ"। 

আরও পড়ুন- শারদোৎসবে মোহ-এর পেছনে ছুটছে সল্টলেক এ-কে ব্লক

  প্রতিমা শিল্পী রুদ্র পালের নেতৃত্বে প্রতিমা তৈরির কাজ এগোচ্ছে ধারাবাহিক গতিতে। মণ্ডপ সজ্জার কাজে যুক্ত সরকার ডেকোরেটার্স এর অক্ষয় মন্ডল জানিয়েছেন একমাস আগে থেকে চলতে থাকা এই কাজ শেষ হবে চতুর্থীর আগে আগেই। বর্তমানে ষোলো সতেরো জন শিল্পী মণ্ডপ সজ্জার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। পুজো কমিটির দৃঢ় বিশ্বাস তাদের পুজো এবার সেরা পুজোগুলির মধ্যে জায়গা করে নেবে। 

আরও পড়ুন- বি-কে ব্লকে এ বার পুজোয় থাকছে এক টুকরো কেদারনাথ

   এবার পুজোয় পাহাড়ের আমেজ পেতে হলে ২ বার ভাববেন না, নির্দ্বিধায় চলে আসবেন সল্টলেক ই-ই ব্লক এসোসিয়েশনের এই পুজোয়।

Share this article
click me!