বড়সড় ডাকাতির ছক বানচাল, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ দুষ্কতী গ্রেফতার

  • বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ
  • নিউটাউন এলাকা থেকে গ্রেফতার ৭ দুষ্কৃতী
  • উদ্ধার ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম
  • সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুষ্কৃতীরা 

Asianet News Bangla | Published : Nov 9, 2020 9:34 AM IST / Updated: Nov 09 2020, 05:23 PM IST

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারাল  অস্ত্র, লোহার রড, ভোজালি, চপার, ছুরি। পুলিশের তৎপরতায় বানচাল হয় বড়সড় ডাকাতির ছক।

আরও পড়ুন-চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে উদ্যোগ, রাত পাহারার ব্যবস্থা করল গ্রাম পঞ্চায়েত

পুলিশ সূ্ত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে নিউটাউন রোজডেল হাউসিং কমপ্লেক্সের পিছনে জড়ো হয়েছিল দশ থেকে বারো জনের দুষ্কৃতীদের একটি দল। হাউজিং কমপ্লেক্সের পিছনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। তাঁদের হাতে ধারাল অস্ত্র দেখে সন্দেহ করেন স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রে খবর যায় নিউটাউন টেকনো সিটি থানার পুলিশের কাছে।

আরও পড়ুন-জেলেই মৃত্যু বেআইনি অর্থলগ্নি সংস্থার মালিকের, ভূবনেশ্বর জেলে মৃত্যু আইকোর কর্তার

পুলিশ গভীর রাতে অভিযান চালালে সাত জন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে। বাকিরা পুলিশকে দেখে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় লোহার রড, ছুরি, চপার, ধারাল অস্ত্র ও ডাকাতি করার জন্য যাবতীয় সরঞ্জাম। বাকি দুষ্কৃতীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধৃতরা প্রত্যেকেই রাজারহাট থানার মহম্মদপুর ও টেকনো সিটি থানার বালিগুড়ি এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।


 

Share this article
click me!