Kolkata Airport: মুম্বইগামী যাত্রীবাহী বিমানের মধ্যে সাপ, তীব্র চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে

মুম্বইগামী যাত্রীবাহী বিমানের মাঝে আস্ত সাপ। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরে। 

Asianet News Bangla | Published : Aug 6, 2021 8:33 AM IST

মুম্বইগামী যাত্রীবাহী বিমানের মাঝে আস্ত সাপ। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরে। বিমানটি ওড়ার আগে নজরে আসায় বড় সড় দুর্ঘটনা থেকে এযাত্রায় বেঁচে গেল মুম্বইগামী যাত্রীবাহী বিমানের যাত্রীরা। 

আরও পড়ুন, Fraud Case: কলকাতা পুলিশের জালে ফের ভুয়ো IPS, প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে  সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রী বাহী একটি বিমান নামছিল কলকাতা বিমানবন্দরে। তারপর ওই বিমানের যাওয়ার কথা ছিল মুম্বই। নির্দিষ্ট সময় মেনেই যাত্রী সকলে বিমানে উঠছিলেন। এমন সময়ই বিমানের কার্গো অর্থাৎ জিনিসপত্র রাখার কক্ষের সামনে দেখা যায় একটি সাপ। বিমানকর্মীরা সেখানে কাজ করতে গিয়ে সাপটিকে দেখেন। এদিকে ততক্ষণে যাত্রী ভর্তি হয়ে গিয়েছে বিমানটিতে। মুহূর্ত আর দেরি না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। বনদফতরকে খবর পাঠায় আবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘন্টাখানেকের মধ্য়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কর্মীরা। এরপর বিমানটিকে জীবানুমুক্ত করা হয়। 

"

আরও পড়ুন, দ্রত উপনির্বাচনের দাবি, আজ ফের কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল, কী বলছে BJP
এদিকে ততক্ষণে মুম্বইগামী যাত্রীবাহী ওই বিমান আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে অন্য বিমানে যাত্রীদের মুম্বই পাঠানো হয় বলে জানা গিয়েছে। তবে সাপটি বিমানের মধ্যে কোথা থেকে এল, এনিয়ে তদন্ত শুরু হয়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত বিমানের ভিতরে খুটিয়ে তল্লাশি চালানো হয়। তারপরেও কীকরে নিরাপত্তা রক্ষীদের তা চোখ এড়িয়ে গিয়েছে, তা নিয়ে খতিয়ে দেখছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!