ফব-এর অফিসে সৃজিতের গুমনামি, পুরো দেখে 'ছাড়পত্র' বললেন নরেন

Published : Sep 08, 2019, 07:44 PM ISTUpdated : Sep 14, 2019, 05:13 PM IST
ফব-এর অফিসে সৃজিতের গুমনামি, পুরো দেখে 'ছাড়পত্র' বললেন নরেন

সংক্ষিপ্ত

ফব-এর অফিসে সৃজিতের গুমনামি পুরো দেখে ছাড়পত্র বললেন নরেন ২অক্টোবর সিনেমাহলে গুমনামি বাবা  


বিতর্কে বিরতি চান, তাই সরাসরি গুমনামি বাবার ট্রেলার নিয়ে ফব-এর দফতরে হাজির সৃজিত মুখোপাধ্য়ায়। কথা হল বটে,তবে পুরো ছবি দেখেই গুমনামি নিয়ে মন্তব্য করবেন বললেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
   
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত গুমনামি বাবা ছবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই সিনেমায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকে বিকৃত করে দেখানো হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিল ফরওয়ার্ড ব্লক। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভও দেখায় তারা। এবার গুমনামি বাবা ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে,তার অবসান ঘটাতে নিজেই ফব-এর অফিসে হাজির হলেন স্বয়ং পরিচালক। ফরওয়ার্ড ব্লকের 'বরফ গলাতে' রবিবার দলের রাজ্য দফতরে সিনেমার ট্রেলার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে এই খণ্ডিত অংশ দেখে কোনও মন্তব্য করতে চায়নি ফরওয়ার্ড ব্লক। 

ছবির ট্রেলার দেখেও গুমনামি বাবা নিয়ে তাদের বক্তব্য প্রত্যাহার করতে নারাজ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এদিন সৃজিতের পাশে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, পুরো সিনেমাটা দেখার পরেই তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দাবি, তাঁর এই নতুন সিনেমায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকে কোথাও বিকৃত করা হয়নি। কেন মুখার্জি কমিশনের তদন্ত বন্ধ হল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একটা সরকারের গঠিত কমিশন কীভাবে খারিজ হয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি সৃজিত জানান, নেতাজির মতো দেশনায়ককে নিয়ে নিজের মতো করে ছবি বানিয়ে নিজে রিলিজ করবেন এটা ভাবেননি তিনি। ফরওয়ার্ড ব্লকের মতো আরও আলোচনা সভায় অংশ নিতে চান তিনি।

PREV
click me!

Recommended Stories

Today live News: India vs South Africa 3rd T20 - ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা