লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে কি, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে রাজ্য-রেল

Published : Nov 12, 2020, 10:07 AM ISTUpdated : Nov 12, 2020, 10:09 AM IST
লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে কি,  চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে রাজ্য-রেল

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ভবনী ভবনে বৈঠকে বসতে চলেছে রাজ্য-রেল  বৈঠকে থাকবেন পূর্ব রেলের এজিএম-উচ্চপদস্থ আধিকারিকরা   প্রথম দিনেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি আমজনতার    সংক্রমণের কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা  বাড়ানো দাবিতে মমতাও 

ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার ভবনী ভবনে এই বৈঠক হবে। বৈঠকে থাকবেন পূর্ব রেলের এজিএম এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়া রাজ্য এবং রেলের পুলিশকর্তারা এই বৈঠকে থাকবেন। 

আরও পড়ুন, চেনা ছন্দে হাওড়া স্টেশন, স্বাস্থ্য বিধি মানতে তৎপর প্রশাসন

 

 

 

রেলযাত্রীদের সুরেই মমতা

স্বরাষ্ট্রসচিব অথবা মুখ্যসচিবের পৌরহিত্যে এই বৈঠক হবে। প্রসঙ্গত লোকাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি উঠতে শুরু হয়ে যায়। বিশেষত শিয়ালদা ডিভিশনের সকালের দিকে এবং সন্ধ্যার দিকে লোকাল ট্রেন আরো বাড়ানো হোক এই দাবি করেছেন যাত্রীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার সাংবাদিক সম্মেলন করে নবান্ন থেকে জানিয়েছেন, করোনা সংক্রমণে কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হোক। সেই বিষয়ে আলোচনার জন্যই বৃহস্পতিবার বিকেল তিনটের সময় বৈঠকে বসতে চলেছে রাজ্য এবং রেল কর্তারা। 

আরও পড়ুন, লোকাল ট্রেন চালু হলেও আপাতত বন্ধ টিকিট বুকিং UTS অ্যাপ, কাউন্টারই এখন একমাত্র ভরসা
 

 

প্রথমদিনেই ভীড়, বাড়বে কি লোকাল ট্রেন

যদিও পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, অফিস টাইমে ৮৪ শতাংশ লোকাল ট্রেন চালাচ্ছেন তারা। যাত্রী সংখ্যা বৃদ্ধি হলে আরও লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে বলেও জানান পূর্ব রেল আধিকারিকরা।

 

আরও পড়ুন, দীপাবলিতে বাজি রুখতে কড়া কলকাতা পুলিশ, এই নম্বরে ফোন করলেই ব্যবস্থা নেবে লালবাজার
 

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI