গেট পরীক্ষায় সারা দেশের প্রথম পাঁচের মধ্যে স্থান পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ দাস। যাদবপুরের ইলেকট্রনিকস অ্যান্ড টেলি কমিউনিকেশন বিভাগের ছাত্র অর্ঘ্যদীপ ১০০-র মধ্যে ৭৮.৩ নম্বর পেয়েছেন। তাঁর গেট-এ টোটাল স্কোর ৯৫৩।
আরও পড়ুন, বিমান থেকে নামতেই আটকাচ্ছে রাজ্য়, হেল্প ডেস্ক জানাচ্ছে করোনার ফল
সূত্রের খবর, ডায়মন্ড হারবারের বাসিন্দা অর্ঘ্যদীপ, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে গেটে বসেছিলেন । তিনি রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির থেকে স্কুলের পাঠ শেষ করেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য যাদবপুরের পালবাজার এলাকায় থাকেন। এমনকি ইন্টার্নশিপ শেষ করে ইতিমধ্যেই প্রি-প্লেসমেন্ট অফারও পেয়ে গিয়েছেন অর্ঘ্যদীপ।
আরও পড়ুন, কলকাতার বেশিরভাগ দ্রষ্টব্য স্থান বন্ধ হলেও খোলা চিড়িয়াখানা, মাস্ক পরার নির্দেশ কর্মীদের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ দাস জানিয়েছেন, গত দু-বছর ধরেই গেট-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অনলাইন টেস্ট সিরিজ ও পুরনো বছরের প্রশ্নপত্র চর্চা করেই তিনি প্রস্তুতি নেন। এরপর বেঙ্গালুরুর আইআইএসসি থেকে তিনি মাস্টার্স করতে চান বলে জানিয়েছেন অর্ঘ্যদীপ।
আরও পড়ুন, বাধা দিচ্ছে করোনা আতঙ্ক, পুরভোট পিছোনোর দাবি তুলবে তৃণমূল