যাদবপুরের জয়জয়াকার, দেশের প্রথম পাঁচে অর্ঘ্যদীপ

Published : Mar 16, 2020, 03:08 PM IST
যাদবপুরের জয়জয়াকার, দেশের প্রথম পাঁচে অর্ঘ্যদীপ

সংক্ষিপ্ত

  গেট পরীক্ষায় সারা দেশের প্রথম পাঁচে যাদবপুর  যাদবপুরের ছাত্র অর্ঘ্যদীপ এই কৃতিত্বর অধিকারী  অর্ঘ্যদীপ ১০০-র মধ্যে ৭৮.৩ নম্বর পেয়েছেন    প্রি-প্লেসমেন্ট অফারও পেয়ে গিয়েছেন অর্ঘ্যদীপ   


গেট পরীক্ষায় সারা দেশের প্রথম পাঁচের মধ্যে স্থান পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ দাস। যাদবপুরের ইলেকট্রনিকস অ্যান্ড টেলি কমিউনিকেশন বিভাগের ছাত্র অর্ঘ্যদীপ ১০০-র মধ্যে ৭৮.৩ নম্বর পেয়েছেন। তাঁর  গেট-এ টোটাল স্কোর ৯৫৩।

আরও পড়ুন, বিমান থেকে নামতেই আটকাচ্ছে রাজ্য়, হেল্প ডেস্ক জানাচ্ছে করোনার ফল

সূত্রের খবর, ডায়মন্ড হারবারের বাসিন্দা অর্ঘ্যদীপ, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে গেটে বসেছিলেন । তিনি রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির থেকে স্কুলের পাঠ শেষ করেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য  যাদবপুরের পালবাজার এলাকায় থাকেন। এমনকি ইন্টার্নশিপ শেষ করে ইতিমধ্যেই প্রি-প্লেসমেন্ট অফারও পেয়ে গিয়েছেন অর্ঘ্যদীপ।

আরও পড়ুন, কলকাতার বেশিরভাগ দ্রষ্টব্য স্থান বন্ধ হলেও খোলা চিড়িয়াখানা, মাস্ক পরার নির্দেশ কর্মীদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ঘ্যদীপ দাস জানিয়েছেন, গত দু-বছর ধরেই গেট-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অনলাইন টেস্ট সিরিজ ও পুরনো বছরের প্রশ্নপত্র চর্চা করেই তিনি প্রস্তুতি নেন। এরপর বেঙ্গালুরুর আইআইএসসি থেকে তিনি মাস্টার্স করতে চান বলে জানিয়েছেন অর্ঘ্যদীপ।

আরও পড়ুন, বাধা দিচ্ছে করোনা আতঙ্ক, পুরভোট পিছোনোর দাবি তুলবে তৃণমূল

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের
Messi in Kolkata : বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে? জবাবে কী বললেন দুই পুলিশকর্তা?