উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে সমস্যা, সাময়িকভাবে স্থগিত রাখা হল ফলপ্রকাশ

  • যান্ত্রিক সমস্যার জন্য বিভ্রাট
  • রেজাল্ট পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটে
  • সাময়িকভাবে বন্ধ ফল প্রকাশ
  • কিছুক্ষণের মধ্যেই আবারও মিলবে ফলাফল 

Jayita Chandra | Published : Jul 17, 2020 10:57 AM IST / Updated: Jul 17 2020, 04:36 PM IST

যান্ত্রিক সমস্যার জেরে মিলছে না অনলাইলে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। বিকেল চারটে থেকে রেজাল্ট পাওয়া কথা ছিল। কিন্তু চারটে বাজতেই ফোনের পর ফোন ঢোকে পর্যদে। ছাত্রছাত্ররা রোল নম্বর দিলেও দেখাচ্ছে এরোর। সমস্যার কথা জানতে পেরে সাময়িকভাবে স্থগিত রাখা হল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। 

ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বিগ্ন। তবে পর্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষমের মধ্যেই আবারও রেজাল্ট আপলোড করা হবে ও সংবাদ মাধ্যমের দ্বারা তা জানিয়ে দেওয়া দেওয়া হবে সকলকে। বিপুল পরিমাণে ডেটা লোড করা হয়েছে বলেই যান্ত্রিক গোলোযোগ বলে দাবি পর্যদের। তবে মধ্য শিক্ষা পর্যদ থেকে জানানো হয় এটি সার্ভার ডাউনের ফলেই হয়েছে। 

খতিয়ে দেখা হচ্ছে সমস্যা। তবে ঘণ্টাখানেকের মধ্যেই মিলবে রেজাল্ট। চিন্তার কোনও কারণ নেই আশ্বাস পর্যদের। পাশাপাশি এবছর কমেছে রিভিউ ও স্ক্রুটিনির খরচও। ৬০ টাকা থেকে তা ৫০ টাকা করা হয়েছে। ৩১ জুলাই হাতে পাওয়া যাবে রেজাল্ট। ৫২ টি বুথের মাধ্যমে দেওয়া হবে রেজাল্ট। অভিভাবকেরাও তা সংগ্রহ করতে পারবেন।  

Share this article
click me!