KMC Election 2021: 'তৃণমূলকে বাইরে থেকে লোক আনতে হয় না' বিজেপির বহিরাগত তত্ত্বে প্রতিক্রিয়া ফিরহাদের

Published : Dec 17, 2021, 03:39 PM ISTUpdated : Dec 17, 2021, 04:16 PM IST
KMC Election 2021: 'তৃণমূলকে বাইরে থেকে লোক আনতে হয় না' বিজেপির বহিরাগত তত্ত্বে প্রতিক্রিয়া ফিরহাদের

সংক্ষিপ্ত

রবিবার কলকাতা পুরসভার ভোট। বর্তমানে চলছে নির্বাচনের মেগা প্রচার। এরই মাঝে তৃণমূলের বিরুদ্ধে বাইরে থেকে লোক নিয়ে  আসার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও পুরো বিষয়টিকে অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি 'এখানে বাইরে থেকে লোক আনার কোনও প্রয়োজন পড়ে না।  

বিধানসভা নির্বাচন থেকে উপনিসর্বাচন সবক্ষেত্রেই বারবার উঠে এসেছে বহিরাগত তত্ত্ব। এবার কলকাতা পুরভোটের আগেও ফিরে এল সেই বহিরাগত ইস্যু।  তবে এবার অভিযোগের নিশানায় খোদ তৃণমূল (TMC)। শুক্রবার এমন অভিযোগই করতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার নিয়ে যেখানে ব্যস্ত শাসক দল এবং বিরোধী দল সেখানে তারই মাঝে তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন তৃণমূলের বিরুদ্ধে সুকান্ত মজুমদার (Sukanta Majumder) অভিযোগ তোলেন, 'ভোটের জন্য বহিরাগতদের কলকাতায় আনছে তৃণমূল।' পাল্টা জবাব দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)ও। 

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতির সকল অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কলকাতার মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভায় ৮২ নং ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম।  শুক্রবার প্রচারে বেরিয়ে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) সকল অভিযোগকে অস্বীকার করেন তিনি। তার কথায়, 'এখানে বাইরে থেকে লোক নিয়ে আসার কোনও প্রয়োজন পড়ে না। সুকান্তবাবুরা এরকম অনেক কথাই তো বলে থাকেন। কিন্তু এর কোনও প্রভাব পড়বে না। আমার সঙ্গে এখানে যারা রয়েছেন তারা সকলেই এই এলাকার লোক। গোটা বাংলার মানুষই তৃণমূলের (TMC) পাশে আছে।   

মাঝে মাত্র একটি দিনের অপেক্ষা। তারপরই কলকাতা পুরসভার ভোট (KMC Election)। শুক্রবার শেষ মুহূর্তের প্রচারে জনসংযোগ সারছেন প্রার্থীরা। সঙ্গে রয়েছেন দলের অন্যান্য কর্মীরা ও। এদিন কলকাতায় পুরভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বাইরে থেকে লোক নিয়ে আসার অভিযোগ তোলেন বিজেপিতে রাজ্য সভাপতি।  তাঁর দাবি 'কলকাতায় পুরভোটের জন্য প্রচুর বহিরাগতদের আনা হচ্ছে। গতকাল রাতে কলকাতা থেকে নেতা-কর্মীরা যাওয়ার সময় দেখেছেন ডানকুনি থেকে প্রচুর লোক আনা হয়েছে।'


প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ কেন্দ্রের একের পর শীর্ষ স্থানীয় নেতারা প্রচারের জন্য এসেছিলেন বাংলায়।  এমন কি উপনির্বাচনের প্রচারে ও দেখা মিলেছিল কেন্দ্রীয় নেতাদের। সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) গোটা তৃণমূল বিজেপির সেই সকল নেতাদের বহিরাগত বলে তোপ দেগেছিল। ঘাসফুল শিবিরের দাবি ছিল 'ভোটের জন্য বাইরে থেকে বাংলায় নেতা আনতে হয় সারাবছর এনারা কোথায় থাকেন?' নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এক বড় ইস্যু হয়ে উঠেছিল এই বহিরাগত তত্ত্ব। এবার পুরভোটের প্রচারে সেই এক অস্ত্রে তৃণমূলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও কোনও অভিযোগকেই গুরুত্ব দিতে চান না শাসক দল। 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?