প্রতিবাদের মূলই অস্ত্রই কাগজ-কলম-বই, কলকাতা বইমেলাতে সিএএ নিয়ে সরব স্বরা

Published : Feb 07, 2020, 10:25 AM IST
প্রতিবাদের মূলই অস্ত্রই কাগজ-কলম-বই, কলকাতা বইমেলাতে সিএএ নিয়ে সরব স্বরা

সংক্ষিপ্ত

কলকাতা বইমেলায় এসে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর   নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কথা বললেন কলকাতা বইমেলায় এসে  স্বরা জানিয়েছেন, 'সিনেমার কাহিনি,সাহিত্যের  শক্তি অপরিসীম'  'সিনেমার কাহিনি কিংবা গল্পের শক্তিকে ভয় পায় দেশের সরকার '  


সম্প্রতি কলকাতা বইমেলায় এসে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে কথা বললেন তিনি কলকাতা বইমেলায় এসেই। স্বরা জানিয়েছেন, সিনেমার কাহিনি, কিংবা সাহিত্যের  শক্তি অপরিসীম। এবং এই কথা বলতে গিয়েই টেনে আনলেন নাগরিকত্ব প্রসঙ্গ এবং ছাত্রসমাজের ভূমিকার কথা।

আরও পড়ুন, ফের গুগলি শীতের, সপ্তাহান্তে ফিরছে ঠান্ডা, রবিবার থেকে ফের নামবে তাপমাত্রা

মঙ্গলবার বইমেলায় এসে সমসাময়িক সাহিত্য-সিনেমা, গল্প নিয়ে কথা বলছিলেন। 'সিনেমার কাহিনি কিংবা গল্পের শক্তিকে ভয় পায় দেশের সরকার। তাই বোধহয় সিএএ নিয়ে নাটক হলে স্কুল পড়ুয়াদেরও জেরায় জেরবার করতে ছাড়া হয় না।  কলকাতা বইমেলায় এসে ফের নাগরিকত্ব আইন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যে কোনও ইস্যুতেই  এই বলিউড অভিনেত্রী গেরুয়া শিবির নিয়ে বিরোধিতা প্রকাশ করেন। আর তারপর পাল্টা জবাবে শিকারও হন তিনি। তবুও হাল ছাড়েন না। তাই তো কলকাতা বইমেলায় এসে তাঁর বিজেপি বিদ্বেষের কথা বলতে গিয়ে  জানিয়েছেন, 'সপ্তাহে অন্তত একবার গেরুয়া ভক্তদের শাপ-শাপান্ত না পেলে বুঝিই না যে আমি বেঁচে আছি।' 

আরও পড়ুন, দিনের শুরুতে দেখে নিন সেরা ১০ হেডলাইনস, যাতে দিনভর থাকবে নজর

 সূত্রের খবর, স্বরা আরও বললেন, 'সিনেমার কাহিনি, কিংবা সাহিত্যের লেখনীর শক্তি অপরিসীম। তাই তো ছাত্রসমাজ প্রতিবাদের ভাষা হিসেবে নাটককে বেছে নিলে, আক্রান্ত হতে হয় তাঁদের।' কর্নাটকের  প্রসঙ্গও টেনে এনে উল্লেখ করেন যে,  'গল্প-নাটক এসবকে ভয় পায় বলেই কর্ণাটকে নাটক আয়োজন করায় ছাত্রদের জেরা করেছিল।'


 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর