কলেজ স্ট্রিটে চায়ের ঠেক, সঙ্গে মিলবে ফ্রি-তে কিশোর কুমারের গানের স্বাদ, বাঙালির আর কী চাই

কলেজস্ট্রিটের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে পল্টন বাপি টি স্টল। সেখানে চা পান করতে গেলেই মিলবে ফ্রিতে গান শোনার সুযোগ। সঙ্গে মিলবে বিস্কুট ফিশ ফিঙ্গারও। আর সেখানেই এবার জমছে ভিড়।

কলেজ স্ট্রিট মানেই বইপাড়া, আর বইয়ের পাতার গন্ধের সঙ্গে চায়ের কাপের এক অদ্ভুত সমীকরণ তারিয়ে তারিয়ে উপভোগ করে থাকে বাঙালিরা। তাই গোটা কলেজস্ট্রিট জুড়ে গজিয়ে উঠেছে নানান চায়ের দোকান। তবে প্রাণ কেন্দ্র সেই কফি হাউস। আড্ডা আর বইয়ের মাঝে এক ঐতিহাসিক স্বাদ। এই পরিস্থিতিতে যদি একটু ভিন্ন স্বাদের আমেজ তুলে ধরা যায়, তবে তা বলাই বাহুল্য। বিষয়টা ঠিক কেমন! তা হল সকলের প্রিয় গান।

Latest Videos

এবার কলেজস্ট্রিটের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে পল্টন বাপি টি স্টল। সেখানে চা পান করতে গেলেই মিলবে ফ্রিতে গান শোনার সুযোগ। সঙ্গে মিলবে বিস্কুট ফিশ ফিঙ্গারও। আর সেখানেই এবার জমছে ভিড়। না, কোনও রেকর্ড নয়, দিনভর কিশোর কুমারের গান নিজেই গাইতে থাকেন পল্টনবাবু। হাতে চলছে চা তৈরির কাজ, ঠোঁটে গুরুদেবের গান। তবে গানের কোনও তালিম নেন তিনি। তবুও তাঁর গান শুনে মুগ্ধ কুমার শানু থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন-রোশনের শরীরী নেশা ভুলে প্রথম স্বামী রাজীবের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি পুরোনো ঘরেই ফিরছেন শ্রাবন্তী

আরও পড়ুন-জীবনে এসেছে একাধিক নারী, ৪ বার বিয়ের পরও সুখী দাম্পত্য হয়নি কিশোরের, ফিরে দেখা কিংবদন্তির জীবন

প্রতিবছরই কিশোর কুমারের জন্মদিনে থাকে বিশেষ আয়োজন। সকাল ৯ টা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এই দোকান। দোখানে সবসময় রাখা থাকে কিশোর কুমারের ছবি। বাংলা থেকে হিন্দি গান, তাঁর কণ্ঠে মেলে সব রকমের গানের স্বাদ। মেজাজের সঙ্গে মানুষকে আনন্দ দিয়ে থাকেন তিনি। এক সংবাদ মাধ্যমকে জানান, কিশোর কুমারের ভক্তরা হামেশাই তাঁর দোকানে ভিড় জমিয়ে থাকেন। লিমকা বুক অব রেকর্ডে রয়েছে তাঁর নামও। তাই কিশোরের গানে মেতে উঠতে বইপাড়ার পল্টনবাবুর দোকানে বারে বারে যেতেই হবে।  

 
 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের