ছুটির দিনেও কপালে ঘাম, তাপমাত্রার পারদ বেড়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস

Published : Dec 08, 2019, 12:54 PM ISTUpdated : Dec 08, 2019, 02:55 PM IST
ছুটির দিনেও কপালে ঘাম, তাপমাত্রার পারদ বেড়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস

সংক্ষিপ্ত

কলকাতাবাসীর এবার অনেকটা মনখারাপ শীত আসব আসব করেও আর যে এল না তাপমাত্রা বেড়ে হল ১৯ ডিগ্রি সেলসিয়াস অফিস-বাড়িতে এখনও পাখা চলা বন্ধ হয়নি


কলকাতাবাসীর এবার সত্য়িই অনেকটা মনখারাপ। শীত আসব আসব করে আর এল না। আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিমের শীতল বায়ুপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে রাজ্যে। এরফলে শীতের অনুভূতি আপাতত ভোকাট্টা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন, মা বলল ম্যাজিক দেখাচ্ছি, তারপরই মেয়ে দেখল তাঁর ঝুলন্ত দেহ

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫১ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৬  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। 

আরও পড়ুন, রাতে শহরে 'ফ্রি রাইড'-এর প্রলোভন, মহিলাদের সতর্ক করল কলকাতা পুলিশ

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার যেখানে তাপমাত্রা কমার কথা ছিল, কিন্তু সেখানে কমছে না। উলটে তা বাড়তে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। আর রবিবার যেহেতু তাপমাত্রা বেড়ে হল ১৯ ডিগ্রি সেলসিয়াস, তাই ডিসেম্বর মাসেও অফিস-বাড়িতে পাখা চলা বন্ধ হয়নি। এখনও শহরবাসীকে কপালের ঘাম মুছতে দেখা যাচ্ছে।
 

PREV
click me!

Recommended Stories

বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল