উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে, রবিবার আরও নামবে তাপমাত্রা

Published : Dec 18, 2021, 03:50 PM IST
উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়ছে বঙ্গে, রবিবার আরও নামবে তাপমাত্রা

সংক্ষিপ্ত

আগামী তিনদিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। ফলত শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আর এর ফলে বড়দিন ও নতুন বছরের শুরুতে শীতের আমেজ গায়ে মেখে বেশ ভালো করেই ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। 

কয়েক দিন আগেই বাঙালির মনে প্রশ্ন ছিল যে বঙ্গে শীত (Cold Weather) কবে পড়বে? কারণ ডিসেম্বর (December) মাস শুরু হয়ে যাওয়ার পরও কেন ঠান্ডা পড়ছে না তা নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন অনেকেই। কারণ বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা (Winter) না পড়লে ঘুরতে গিয়েও যে সেভাবে মজা পাওয়া যাবে না। অবশেষে উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে জাঁকিয়ে পড়ছে ঠান্ডা। তাপমাত্রার (Temperature) পারদ আরও নামবে বলে জানা গিয়েছে। শুক্রবার ঠান্ডা বেশ ভালোই ছিল। ঠান্ডায় রীতিমতো জবুথবু হয়ে গিয়েছিল রাজ্যবাসী (People of West Bengal)। আর শনিবার সেই পারদ আরও নিচে নামল। তার ফলে শনিবার মরশুমের শীতলতম (Coldest Day) দিন হয়ে উঠেছে।    

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, রবিবার তাপমাত্রার পারদ আরও নামবে। তার ফলে সপ্তাহান্তে ঠান্ডায় একেবারে জবুথবু হয়ে যাবে রাজ্যবাসী। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা ১১-র নিচে নেমে গিয়েছে। রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। বিক্ষিপ্ত ঘন কুয়াশা দেখতে পাওয়া যাবে উত্তরবঙ্গে। কলকাতায় পুরভোটের দিনও শীতের আমেজ বজায় থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টার মধ্যে ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-র  কাছাকাছি থাকবে। আর বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির কাছাকাছি। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অবশ্য সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।"

আগামী তিনদিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। ফলত শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আর এর ফলে বড়দিন ও নতুন বছরের শুরুতে শীতের আমেজ গায়ে মেখে বেশ ভালো করেই ছুটি কাটাতে পারবেন সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এ বছর জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে।

 প্রসঙ্গত, ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে টানা বৃষ্টি হচ্ছিল বঙ্গে। শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল এই নিম্নচাপই। জাওয়াদের রেশ কাটতে না কাটতেই আবারও নিম্নচাপের ভ্রূকুটি দেখা দেয় বঙ্গে। যায় জেরে তাপমাত্রাও বেশ কিছুটা বেশি ছিল। তবে এবার জাঁকিয়ে শীত পড়ছে রাজ্যে। রাতের দিকে তাপমাত্রাও বেশ কিছুটা নেমে যাচ্ছে। আগামীদিনে তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, দেশেও হাড়কাঁপানো শীতের মরশুম। রাজধানী দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari : 'এর ফল আপনাকে ভুগতেই হবে' মাননীয়াকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা