শীতের আমেজ কমলো কলকাতায়, স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে পারদ

  •  শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে
  • এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি
  • ১৫ ডিসেম্বরের পর কয়েকদিন জাঁকিয়ে শীত নামবে 
  • সপ্তাহের শুরুতে ঝড় কাটলেই আবার ঠান্ডা পড়বে

শহর কলকাতায়, গত দু দিনে পরপর নামছিল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সেই তাপমাত্রা নেমে দাড়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু  শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।আরব সাগরের ঘূর্ণিঝড় পবন টেনে নিচ্ছে উত্তুরে হাওয়া। রাজ্যে কমেছে উত্তর-পশ্চিম হওয়ার প্রভাব। পূবালী হওয়ায় বেড়েছে তাপমাত্রা।

আরও পড়ুন, গঙ্গাসাগরে আসছে এয়ার অ্য়াম্বুল্য়ান্স পরিসেবা, অসুস্থ তীর্থযাত্রীকে উড়িয়ে আনবে শহরের হাসপাতালে

Latest Videos

 

 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৭  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৬ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৬  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। 

আরও পড়ুন, ধর্ষকদের বাঁচিয়ে রাখার প্রশ্নই ওঠেনা, জানালেন টোটা রায় চৌধুরি

দক্ষিনের বাতাসের জন্য় ডিসেম্বর-দুপুরে ঘাম হচ্ছে শহরবাসীর। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, ১৫ ডিসেম্বরের পর কয়েকদিন জাঁকিয়ে শীত নামবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা রবিবার থেকেই কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে ঝড় কাটলেই আবার ঠান্ডা উপভোগ করবে কলকাতাবাসী।
 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!