শহর কলকাতায়, গত দু দিনে পরপর নামছিল তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সেই তাপমাত্রা নেমে দাড়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।আরব সাগরের ঘূর্ণিঝড় পবন টেনে নিচ্ছে উত্তুরে হাওয়া। রাজ্যে কমেছে উত্তর-পশ্চিম হওয়ার প্রভাব। পূবালী হওয়ায় বেড়েছে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৬ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন, ধর্ষকদের বাঁচিয়ে রাখার প্রশ্নই ওঠেনা, জানালেন টোটা রায় চৌধুরি
দক্ষিনের বাতাসের জন্য় ডিসেম্বর-দুপুরে ঘাম হচ্ছে শহরবাসীর। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, ১৫ ডিসেম্বরের পর কয়েকদিন জাঁকিয়ে শীত নামবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা রবিবার থেকেই কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে ঝড় কাটলেই আবার ঠান্ডা উপভোগ করবে কলকাতাবাসী।