করোনা ভাইরাসের সংক্রমণ হোক, ভাইরাসের আতঙ্ক, কিংবা লোকাল ট্রেন না চলা একাধিক কারণে দুর্গাপূজার সময় শিয়ালদহে স্টেশনের সামনে উধাও ছিল ঢাকিদের চেনা ছবি। কিন্তু কালীপুজোর আগে অনেকটাই ফিরে পাওয়া গেছে শিয়ালদহে স্টেশনের সামনে বরাত পাওয়ার অপেক্ষায় বসে থাকা ঢাকিদের ভিড়ের ছবি।
আরও পড়ুন, একফোনেই ঘরে বসেই পান ১৪ শাক থেকে পুজোর ভোগ, উদ্য়োগে রাজ্য সরকার
ঢাকিরা আসায় খুশি পুজো উদ্যোক্তারা
ঢাকিদের কেউ এসেছেন বীরভূম, কেউ মুর্শিদাবাদ কেউ বা এসেছেন বর্ধমান, হুগলি জেলা থেকে। অনেকেই দূর্গা পূজাতে বাড়িতে বসে কাটিয়েছেন। উপার্জন হয়নি। ঢাকি ভাইদের কাছে উপার্জনের একটা বড় সময় দুর্গাপূজা। কিন্তু, মহামারীর কারণে শূন্য হাতেই থাকতে হয়েছে ওই সময়। এবার কালী পুজো। কিছু উপার্জনের আশায় জেলা ছেড়ে রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্য। পুজো কমিটির উদ্যোক্তারা বলছেন অন্যান্য বছর কালিপুজোর আগেও যে ভিড়ের ছবি শিয়ালদা স্টেশনের সামনে লক্ষ্য করা যায়। এবারে ততটা নেই। তবে, ঢাকিরা আসায় খুশি পুজো উদ্যোক্তারা।
আরও পড়ুন, কলকাতার সেরা ৭ স্ট্রিট ফুড, যা না খেলে জীবন বৃথা, রইল হদিশ
এবার বরাতের অপেক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা ঢাকি ভাইরা
মহামারীর কারণে দীর্ঘ আট মাস সেই অর্থে কোন উপার্জন নেই। তার উপর দুর্গা পুজোয় মেলেনি বরাত। এবার কালী পুজো। তাই শিয়ালদা স্টেশনের সামনে বসে দ্রুত বরাতের অপেক্ষায় বিভিন্ন জেলা থেকে আসা ঢাকি ভাইরা।
আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়