সংক্ষিপ্ত
- মানুষের সেবায় আবারও উদ্য়োগী সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম
- ফোন করলে বাড়িতে বসেই পাওয়া যাবে কালী পুজোর প্রসাদ ভোগ
- পুজোর প্রসাদ ভোগ নিতে খরচ করতে হবে মাত্র ৩০০ টাকা
- ভূত চতুর্দশীতে চোদ্দ শাক, এমনকি ভাইফোঁটার উপহারও মিলবে
মানুষের সেবায় আবারও উদ্য়োগী সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম। শুধু লকডাউনে নয়, এবার থেকে ভূত চতুর্দশী- কালপুজো-ভাই ফোঁটাতেও মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিতে উদ্য়োগী হল রাজ্য সরকার। এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সিডিএসি অর্থাৎ সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম।
আরও পড়ুন, কলকাতার সেরা ৭ স্ট্রিট ফুড, যা না খেলে জীবন বৃথা, রইল হদিশ
বাড়িতে পৌছে যাবে চোদ্দ শাক থেকে ভাইফোঁটার উপহারও
বৃহস্পতিবার থেকেই পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ সরকারের সিডিএসি অর্থাৎ সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম। প্রসঙ্গত লকডাউনের সময় ঘরবন্দী মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ায় উদ্য়োগী হয়েছিল সংস্থা। এবার ভূত চতুর্দশীতে চোদ্দ শাক, কালী পুজোর ভোগ, এমনকি ভাইফোঁটার উপহারও নির্দিষ্ট ফোন নম্বর জানালে রাজ্যবাসীর ঘরে পৌছে দেবে সিডিএসি।
আরও পড়ুন, চড়তে হবে না ট্রেন, হুশ করে হারিয়ে যেতে ঘুরে আসুন কলকাতার এই ঠিকানায়
আরও পড়ুন, হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে উন্মাদনা, হিমু চরিত্র নিয়ে রেস্টুরেন্ট ‘হিমু আড্ডা’ আজও সচল
যাবতীয় বিস্তারিত জানুন এই ঠিকানায়
এবার ফোন করলে বাড়িতে বসেই পাওয়া যাবে কালী পুজোর প্রসাদ ভোগ। খরচ করতে হবে মাত্র ৩০০ টাকা। তবে এই সমস্ত সামগ্রীর জন্য ফোনে অর্ডার নেওয়া হবে ১৩ নভেম্বর শুক্রবার পর্যন্তই। কালীপুজোর দিন থেকে আর অর্ডার নেওয়া হবে না। যাবতীয় বিস্তারিত জানতে এই ঠিকানায় https://wbcadc.com/ ক্লিক করুন