'আর বসে থাকলে চলবে না', কালীপুজো মিটলেই ভোট প্রচারে নামতে চলেছে তৃণমূল

  • বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই
  • জেলায় জেলায় তৈরি করা হয়েছে নয়া কমিটি
  • কালীপুজো মিটলেই প্রচারে নামতে চলেছে তৃণমূল
  • তেমনই ইঙ্গিত দিলেন সাংসদ সৌগত রায়

কালী পুজোর পর থেকেই রাজনৈতিক প্রচার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শনিবার এমন ইঙ্গিত দিলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়। বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজিত বসুর ডাকা এক জনসভায় বক্তব্য রাখতে এসে এই মন্তব্য করলেন তিনি। সৌগত রায় জানিয়েছেন, কালী পুজোর পর থেকেই ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এলাকায় এলাকায় কর্মসূচি গ্রহণ করা হবে। আর বসে থাকলে হবে না। এবার লড়াই শুরু করতে হবে। 

আরও পড়ুন: একুশের বিধানসভা ভোটের আগে ফের কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক

Latest Videos

প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যে ঘুরে গেছেন রাজ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি, পরবর্তীতে ঘুরে গেলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অন্যদিকে সেই অর্থে বিধানসভা নির্বাচনের জন্য এখনও প্রস্তুতি শুরু করেনি তৃণমূল। সৌগত রায়ের বক্তব্য মানলে কালী পুজোর পর থেকেই জোর কদমে ময়দানে নামবে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন: সৌরভ না শুভেন্দু , কে হবে বাংলার মুখ্যমন্ত্রী, মুখ খুললেন অমিত শাহ

যদিও ইতিমধ্যেই জেলাভিত্তিক নতুন কমিটি তৈরি করেছে তৃণমূল। বিভিন্ন জেলার কমিটি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে। যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি কিংবা দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে কমিটি থেকে  তৃণমূল নেতাদের দাবি, নতুন কমিটিকে সামনে রেখেই কালী পুজোর পর থেকে জোর কদমে জেলাভিত্তিক কর্মসূচি শুরু করবেন  দল। যদিও তার আগে সমস্ত বিধায়কদের নিয়ে নির্বাচনে আগাম প্রস্তুতি সভা করার সম্ভাবনা। পুজোর আগেই এই ধরনের প্রস্তুতি সভা হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election