স্পা-র আড়ালে অবাধে চলত মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দারা। তারাতলা ও টালিগঞ্জের দুটি স্পায় হানা দেয় গ্রেফতার হল ১৬ জন। মধুচক্রের আসর থেকে গ্রেফতার হলেন টলিউডের একজন অভিনেতাও।
আরও পড়ুন-প্রোমোটারদের থাবায় সৌরভ গাঙ্গোপাধ্যায়ের প্র্যাকটিসের মাঠ, বিক্ষোভ প্রাতঃভ্রমণকারীদের
জানাগেছে, করোনা আবহে স্পা-র আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। তারাতলা ও টালিগঞ্জের দুটি স্পা-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল কলকাতা পুলিশের কাছে। এই অবস্থায় শনিবার রাতে এসটিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালায়। পুলিশের বড়সড় সাফল্যে জালে ধরা পড়ে সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সহ ১৬ জন। মধুচক্র থেকে ধৃত টলিউড অভিনেতার নাম সৌগত বন্দ্যোপাধ্য়ায়।
আরও পড়ুন-থানার সামনে নাকের ডগায় রমরমিয়ে মধুচক্রের ঠেক, স্থানীয়দের সাহায্যে গ্রেপ্তার ৪
রাসবিহারীর একটি স্পা-তেও হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেখান থেকেই গ্রেফতার সিরিয়ালের অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্য়ায়। মধুচক্রের আসর থেকে গ্রেফতার হয় আরও পাঁচজন। পুলিশের দাবি, ধৃত কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে। তবে অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্য়ায় গ্রেফতারে শোরগোল পড়ে গিয়েছে টলিউডে। তবে ওই অভিনেতা মধুচক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা, খতিয়ে দেখছে গোয়েন্দারা।