মাথার উপর দিয়ে চলে গেল ১০ চাকার গাড়ি, ফের রাতের কলকাতায় দুর্ঘটনায় মৃত্য়ু যুবকের

স্কুটি যুবকের মাথার উপর দিয়ে ১০ চাকার গাড়ি চালিয়ে  পলাতক চালক। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে তারাতলা থানার পুলিশ।
 

Asianet News Bangla | Published : Jul 11, 2021 4:28 AM IST / Updated: Jul 11 2021, 10:48 AM IST


ফের রাতের কলকাতায় দুর্ঘটনায় বলি যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে  তারাতলা থানার অন্তর্গত কোকাকোলা কোম্পানির সামনে তারাতলা গার্ডেনরিচ রোডে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক যুবকের। গুরুতর আহত সঙ্গী। ইতমধ্য়েই তদন্তে নেমেছে তারাতলা থানার পুলিশ।

আরও পড়ুন, ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র ভবানীপুর, ওসি মাথায় ৯ সেলাই, 'বহিরাগতরা ঝামেলা করেছে', দাবি TMCP-র

 

 

জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিঞ্জল মুখোপাধ্যায়। মৃত্যুকালীন বয়স হয়েছিল ২৬। আহত বছর আঠাশের যুবকের নাম সায়ক মুখোপাধ্যায়। জানা গিয়েছে, এদের বাড়ি বেহালার জোতিষ রায় রোডে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি স্কুটিতে দুই যুবক গার্ডেনরিচের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল এবং সেই সময় তারাতলা দিক থেকে আসা একটি ১০ চাকার গাড়ি দুই যুবককে ধাক্কা মারে। এক যুবকের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালক যুবকের। আর এক যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন, কোভিডে মৃত্যু শূন্য় বাংলার ১৭ জেলা, ফের সংক্রমণ বেড়ে ১ হাজার ছুঁইছুঁই

 


অপরদিকে, ঘাতক গাড়িটির চালক গাড়ি নিয়ে পলাতক। দুর্ঘটনা হওয়ার পরে আধা ঘন্টার ও উপরে বন্ধ ছিল রাস্তা। তারাতলা থানার পুলিশ একদিকে যেরকম তাদের বাড়ির ঠিকানা খুঁজছে পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে। 

 

 আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!