নিউটাউনে চোর ধরতে গেল পুলিশ, বেরোল ডাকাত

Published : Oct 31, 2020, 04:32 PM IST
নিউটাউনে চোর ধরতে গেল পুলিশ, বেরোল ডাকাত

সংক্ষিপ্ত

বিহারের কুখ্যাত বাইক চোর ধৃত নিউটাউনে   ছিনতাই-র সময় দুজনকে হাতেনাতে পাকড়াও জেরায় জানা যায়, তাদের ডাকাতিতে যোগ আছে   শনিবার তাদের বারাসাত কোর্টে তোলা হয়েছে 

শুভজিৎ পুততুন্ডঃ- বিহারের কুখ্যাত বাইক চোর ধৃত নিউটাউনে।ছিনতাই করার সময় হাতে নাতে ধৃত দুই।বাজেয়াপ্ত একটি বাইক।ছিনতাই করার সময় দুজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। শনিবার তাদের বারাসাত কোর্টে তোলা হয়েছে।

আরও পড়ুন, নবান্ন অভিযানে পুলিশের বেদম মার খাওয়া কর্মীদের সম্মান জানাবে বিজেপি, জানালেন সৌমিত্র খাঁ

 

 

ডাকাতির ঘটনাতেও যুক্ত

পুলিশ সূত্রে খবর,শুক্রবার রাতে নিউটাউন কনভেনশন সেন্টারের সামনে বাইকে করে দুজন দাঁড়িয়ে ছিল।এক মহিলার মোবাইল ছিনতাইয়ের উদ্যেশে সেই সময় টহলদারী পুলিসের সন্দেহ হওয়াতে তাদের ধরা হয়। জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা ছিনতাইয়ের উদ্যেশে জড়ো হয়েছিল। এর পাশাপাশি তাঁরা পুরোনো একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া দলের সঙ্গেও যুক্ত রয়েছে।

আরও পড়ুন, 'ছড়িয়ে ছিটিয়ে বর্গি-পেয়াদা', দিলীপের সহায়কের ফেসবুক-পোস্টে তোলপাড় রাজ্য বিজেপি

 

 

বিহারে একাধিক বাইক চুরি

অপরদিকে, গ্রেফতার হওয়া বিক্রম কুমার শর্মার নামে বিহারে একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে।সেই কথাও স্বীকার করে বিক্রম। ধৃত দুজন হল বিক্রম কুমার শর্মা (বাগুইআটি) ও সুজাউদ্দিন সাহাজিদ (বারাসাত) । শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে।
 

PREV
click me!

Recommended Stories

বঙ্গে জাঁকিয়ে চলছে শীতের ইনিংস, উত্তরে কুয়াশার সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার আপডেট
পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত