কলকাতা বিমানবন্দরে গ্রেফতার মায়ানমারের দুই মহিলা, জাল পাসপোর্টের পর্দাফাঁস

Published : Mar 02, 2020, 06:12 PM IST
কলকাতা বিমানবন্দরে গ্রেফতার মায়ানমারের দুই মহিলা, জাল পাসপোর্টের পর্দাফাঁস

সংক্ষিপ্ত

 কলকাতা বিমানবন্দরের জাল পাসপোর্টের পর্দাফাঁস  মায়ানমারের দুই মহিলা যাত্রী  গ্রেফতার করল পুলিশ   ধৃতরা কয়েকমাস আগে বাংলাদেশ থেকে ভারতে আসে  সোমবার ধৃত ওই মহিলাদের  আদালতে তোলা হয়েছে   


জাল পাসপোর্টের পর্দাফাঁস করল  কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরের অফিসাররা। বেআইনি পাসপোর্ট সহ দুই মায়ানমারের মহিলা যাত্রীকে গ্রেফতার করল পুলিশ। বিমানবন্দরে ওই দুই মহিলা ঢুকতেই প্রথমে সন্দেহ হয় ইমিগ্রেশন দফতরের অফিসারদের। এরপরই মায়ানমারের ওই দুই মহিলাকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বেআইনি পাসপোর্ট। তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন, 'রেইবো সানডে'-তে দেবারতি-র 'সাঁঝবাতি', ফ্য়াশন শো-এ বাজিমাত এলজিবিটি কমিউনিটি

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ধৃত দু'জন কয়েকমাস আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন। গতকাল সকালে তারা অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট নিয়ে ব্যাঙ্কক-এ যাচ্ছিল। কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরের অফিসাররা তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে, তাদের কাছে যে ভারতীয় পাসপোর্ট আছে তা অবৈধ। এরপর তাদের বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, বাড়ি ফেরার সব পথ বন্ধ, 'দমবন্ধকর অবস্থা'য় ইরান থেকে ভিডিও বার্তা কলকাতার ছেলের, দেখুন

সূত্রে খবর,ইতিমধ্য়েই ধৃত ওই দুই মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে কোথা থেকে ওই জাল পাসপোর্ট তারা তৈরী করল, তা খতিয়ে দেখছে তদন্তকারীর দল। আজ সোমবার ধৃত দুই মহিলা বিমান যাত্রীকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

আরও পড়ুন, দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা হয়েছে, হিংসা নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

PREV
click me!

Recommended Stories

জেল থেকে বেরোবার পর এখন কত টাকা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে? মিলল হিসেব
রাজ্যের একাধিক জায়গায় বিএলও-দের হেনস্থার অভিযোগ, প্রশাসনকে কড়া বার্তা রাজ্যপালের