'তৃণমূলকে সরাতে সবকিছু করতে রাজি', পদত্যাগ করেও ফিরে এলেন সৌমিত্র খাঁ

  • পদত্য়াগ করেও আবার ফিরে এলেন সৌমিত্র খাঁ 
  • ইস্তফা দিয়ে মহাঅষ্টমীর শুভেচ্ছাবার্তাও লেখেন
  •   কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত বদলিয়ে ফিরে আসেন  
  • লেখেন, 'তোমাদের ছেড়ে থাকা সম্ভব নয়, তাই ফিরে এলাম' 

Asianet News Bangla | Published : Oct 24, 2020 1:05 PM IST

 
অষ্টমীর দিন সকালে বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে পদত্য়াগ করেও আবার ফিরে এলেন সৌমিত্র খাঁ। শনিবার সকালে ইস্তফা দেওয়ার মুখে তিনি সকলের উদ্দেশ্য মহাঅষ্টমীর শুভেচ্ছাবার্তাও লেখেন তিনি। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই  সিদ্ধান্ত বদলিয়ে ফিরে আসেন। 

আরও পড়ুন, মহাঅষ্টমীতে সকলকে শুভেচ্ছা মোদীর, দেবী দুর্গাকে নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী

'আমার অনেক ভূল ছিল' 

 

সূত্রের খবর, অষ্টমীর সকালে যুব মোর্চার শীর্ষ নেতাদের নিয়ে তৈরি হোয়াটসঅ্য়াপ গ্রুপ বিজেওআইএম ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল' থেকে বেরিয়ে যান সৌমিত্র। তিনি যাবার আগে লেখেন, 'শুভ মহাঅষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগীতা পেয়েছি আমি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়তো আমার অনেক ভূল ছিল যে কারণে দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি ইস্তফা দেব। সকলে ভাল থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ।' বলে ওই অফিশায়াল গ্রুপ থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ওই গ্রুপে যুক্ত হন।

আরও পড়ুন, ভার্চুয়ালে নয়, সশরীরে মহাঅষ্টমীতে বেহালার সন্ধি পুজোয় সৌরভ

 

'জয়শ্রী রাম, জয় মা দুর্গা'


ফিরে এসেই তিনি আবার লেখেন, 'তোমাদের ছেড়ে থাকা সম্ভব নয়। তাই আবার ফিরে এলাম।  তৃণমূলকে সরানোর জন্য সবকিছু করতে রাজি আছি। জয়শ্রী রাম।জয় মা দুর্গা। বিজেপী জিন্দাবাদ। মোদী জিন্দাবাদ।'


 

Share this article
click me!